কলকাতা – শিয়ালদহ শাখায় যাত্রীদের সুবিধার্থে ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে চালু হলো আরও দুইটি নতুন এসি লোকাল ট্রেন। শুক্রবার সকাল ৯টা ৪৮ মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে প্রথম এসি লোকাল ছেড়ে যায়। অন্যদিকে রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদায় আসে আরেকটি এসি লোকাল।
এতদিন পর্যন্ত মূলত শীতাতপ নিয়ন্ত্রিত এক্সপ্রেস ট্রেনেই এসি সুবিধা উপভোগ করতেন যাত্রীরা। কিন্তু এবার সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত আরও আরামদায়ক করতে এসি লোকাল ট্রেন চালু হওয়ায় খুশি যাত্রীদের একাংশ। প্রথমবার এসি লোকাল ট্রেনে যাত্রা করার অভিজ্ঞতা যাত্রীদের কাছে বেশ আনন্দের এবং স্বস্তিদায়ক।
ইস্টার্ন রেলওয়ের একাধিক আধিকারিক জানিয়েছেন, যাত্রীদের চাহিদা ও সুবিধা মাথায় রেখে আগামী দিনে আরও নতুন এসি লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। শিয়ালদহ শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ধাপে ধাপে এই পরিষেবা বাড়ানোর লক্ষ্য নিয়েছে রেল কর্তৃপক্ষ।
