শিয়ালের আক্রমণে আতঙ্কিত বর্ধমান, জখম শিশু সহ একাধিক ব্যক্তি

শিয়ালের আক্রমণে আতঙ্কিত বর্ধমান, জখম শিশু সহ একাধিক ব্যক্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পূর্ব বর্ধমান – শিয়াল আতঙ্কে কাঁপছে খোদ বর্ধমান শহর। শুক্রবার সকালে শহরের উপকণ্ঠ ইদিলপুর এলাকায় এক শিয়ালের আক্রমণে সাত বছরের এক শিশু সহ একাধিক বাসিন্দা আহত হয়েছেন। ঘটনাটি জানাজানি হতেই এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে প্রবল আতঙ্ক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ইদিলপুরে একটি বাড়িতে আচমকা ঢুকে পড়ে এক বুনো শিয়াল। ঘরের ভিতরে খেলা করছিল ছোট্ট তানিশা রায় (৭)। হঠাৎ শিয়ালকে দেখে চিৎকার করে ওঠে সে। তাতেই ক্ষিপ্ত হয়ে শিশুটির উপর ঝাঁপিয়ে পড়ে শিয়ালটি। চিৎকার শুনে শিশুটির মা ছুটে এলে শিয়ালটি দৌড়ে পালিয়ে যায়। কিন্তু ততক্ষণে তানিশা জখম হয়েছে বলে জানা গেছে।

এতেই শেষ নয়, এরপর আরও কয়েকটি বাড়িতে ঢুকে পড়ে শিয়ালটি এবং একাধিক বাসিন্দাকে আক্রমণ করে। ঘটনার পর গোটা এলাকায় চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে। কেউ কেউ জানান, দিনের আলোতেও এখন দরজা-জানলা বন্ধ করে রাখতে হচ্ছে। শিশুরা আর খেলতে বেরোতে পারছে না। এলাকাবাসীদের আশঙ্কা, শিয়ালটি এখনও ওই এলাকায় ঘুরে বেড়াচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বন দফতরের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, যত দ্রুত সম্ভব শিয়ালটিকে ধরার ব্যবস্থা করা হোক এবং বনাঞ্চলে ছেড়ে দেওয়া হোক, যাতে এলাকাবাসী স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার জানান, “ওই এলাকাটি গ্রাম লাগোয়া হওয়ায় এমন ঘটনা ঘটতে পারে। তবে শহরের মধ্যে শিয়ালের উৎপাত ভাবা যায় না। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

শহরের উপকণ্ঠে হঠাৎ শিয়ালের এই আগমন এবং আক্রমণ ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে শহর ও গ্রামাঞ্চলের পরিবেশগত ভারসাম্য নিয়েও। তবে আপাতত আতঙ্ক দূর করে স্বস্তি ফেরানোই প্রশাসনের মূল চ্যালেঞ্জ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top