আফগানিস্তানে মহিলা ভলিবল খেলোয়াড়ের শিরোচ্ছেদ করলো তালিবানরা

আফগানিস্তানে মহিলা ভলিবল খেলোয়াড়ের শিরোচ্ছেদ করলো তালিবানরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
শিরোচ্ছেদ

আফগানিস্তানে মহিলা ভলিবল খেলোয়াড়ের শিরোচ্ছেদ করলো তালিবানরা । চলতি বছরের গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা তালেবানের দখলে চলে যাওয়ার পর সাধারণ মানুষদের মতো দেশটির খেলোয়াড়দের মাঝে দুশ্চিন্তা ছড়িয়ে পড়ে। সবচেয়ে বেশি আতঙ্ক বিরাজ করছে আফগানিস্তানের মহিলা   খেলোয়াড়দের মাঝে। কারণ আফগানিস্তানের জাতীয় ভলিবল দলের এক মহিলা  খেলোয়াড়কে শিরশ্ছেদ করেছে তালেবানরা।

জানা গিয়েছে, আফগানিস্তানের  ভলিবল খেলা ওই খেলোয়াড়ের নাম মাহজুবিন হাকিমি। অক্টোবরের শুরুর দিকে রাজধানী কাবুলে তালেবানরা তার শিরশ্ছেদ করে। বিষয়টি নিশ্চিত করেন আফগান মহিলা  জাতীয় ভলিবল দলের অন্যতম কোচ সুরায়া আফজালি (ছদ্মনাম)। তিনি বলেন, ঘটনার পর মাহজুবিনের পরিবারকে এ বিষয়ে মুখ না খোলার জন্য হুমকি দেন তালেবান সদস্যরা। ফলে বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি।

 

আফগান সরকারের পতনের আগে মাহজুবিন কাবুল মিউনিলিপ্যালিটি ভলিবল ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করতেন। তিনি ছিলেন ক্লাবের অন্যতম সেরা খেলোয়াড়। সুরায়া আফজালি বলেন, তালেবানের হাতে আফগান সরকারের পতনের পর, মহিলা  খেলোয়াড়রা নিরাপত্তা হুমকির সম্মুখীন হন। তাদের খোঁজে বিভিন্ন শহরে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালায় তালেবানরা। যেসব মহিলা  আন্তর্জাতিক ও দেশে কোনো খেলায় অংশ নিয়েছেন তারা হুমকির মধ্যে রয়েছেন।

 

আর ও পড়ুন    ফুচকা খেলে সেরে যেতে পারে আপনার এই রোগগুলি

 

আফগান কোচ  জানান, তালেবানরা ক্ষমতা দখলের আগে তাদের মাত্র দুজন খেলোয়াড় দেশ ছেড়ে পালিয়ে যেতে পেরেছেন। ফলে মাহজুবিনের মতো বাকিরা রয়ে গেছেন আফগানিস্তানেই। তাদের দিন কাটছে আতঙ্কে।

 

উল্লেখ্য,  আফগানিস্তানে মহিলা ভলিবল খেলোয়াড়ের শিরোচ্ছেদ করলো তালিবানরা । চলতি বছরের গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা তালেবানের দখলে চলে যাওয়ার পর সাধারণ মানুষদের মতো দেশটির খেলোয়াড়দের মাঝে দুশ্চিন্তা ছড়িয়ে পড়ে। সবচেয়ে বেশি আতঙ্ক বিরাজ করছে আফগানিস্তানের মহিলা   খেলোয়াড়দের মাঝে। কারণ আফগানিস্তানের জাতীয় ভলিবল দলের এক মহিলা  খেলোয়াড়কে শিরশ্ছেদ করেছে তালেবানরা। জানা গিয়েছে, আফগানিস্তানের  ভলিবল খেলা ওই খেলোয়াড়ের নাম মাহজুবিন হাকিমি। অক্টোবরের শুরুর দিকে রাজধানী কাবুলে তালেবানরা তার শিরশ্ছেদ করে।

 

বিষয়টি নিশ্চিত করেন আফগান মহিলা  জাতীয় ভলিবল দলের অন্যতম কোচ সুরায়া আফজালি (ছদ্মনাম)। তিনি বলেন, ঘটনার পর মাহজুবিনের পরিবারকে এ বিষয়ে মুখ না খোলার জন্য হুমকি দেন তালেবান সদস্যরা। ফলে বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি। আফগান সরকারের পতনের আগে মাহজুবিন কাবুল মিউনিলিপ্যালিটি ভলিবল ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করতেন। তিনি ছিলেন ক্লাবের অন্যতম সেরা খেলোয়াড়। সুরায়া আফজালি বলেন, তালেবানের হাতে আফগান সরকারের পতনের পর, মহিলা  খেলোয়াড়রা নিরাপত্তা হুমকির সম্মুখীন হন। তাদের খোঁজে বিভিন্ন শহরে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালায় তালেবানরা।

 

যেসব মহিলা  আন্তর্জাতিক ও দেশে কোনো খেলায় অংশ নিয়েছেন তারা হুমকির মধ্যে রয়েছেন। আফগান কোচ  জানান, তালেবানরা ক্ষমতা দখলের আগে তাদের মাত্র দুজন খেলোয়াড় দেশ ছেড়ে পালিয়ে যেতে পেরেছেন। ফলে মাহজুবিনের মতো বাকিরা রয়ে গেছেন আফগানিস্তানেই। তাদের দিন কাটছে আতঙ্কে।

 

|

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top