শিলং হানিমুনে এসে নিখোঁজ নবদম্পতি, ওসোরা পাহাড়ের কাছে মিলল স্কুটার

শিলং হানিমুনে এসে নিখোঁজ নবদম্পতি, ওসোরা পাহাড়ের কাছে মিলল স্কুটার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মেঘালয়: মধ্যপ্রদেশের ইন্দোর থেকে হানিমুনে শিলং ঘুরতে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এক নবদম্পতি। নিখোঁজ দম্পতি রাজা রঘুবংশী ও তাঁর স্ত্রী সোনম ১১ মে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০ মে তাঁরা বেঙ্গালুরু হয়ে গুয়াহাটি পৌঁছে ২৩ মে শিলংয়ে আসেন। ২৩ মে পর্যন্ত পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকলেও এরপর থেকেই তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি।
দুজনের মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের দুশ্চিন্তা বাড়তে থাকে। বিষয়টি নিয়ে সোনমের ভাই ও রাজার ভাই শিলংয়ে আসেন এবং স্থানীয় এক পর্যটন এজেন্সির খোঁজ পান, যেখান থেকে দম্পতি একটি স্কুটার ভাড়া নিয়েছিলেন। জানা যায়, তাঁরা স্কুটার নিয়ে ওসোরা পাহাড়ের দিকে রওনা হয়েছিলেন।



পুলিশ পরে ওই এলাকার তল্লাশি চালিয়ে ওসোরা পাহাড় সংলগ্ন অঞ্চল থেকে পরিত্যক্ত অবস্থায় স্কুটারটি উদ্ধার করে। তবে এখনও পর্যন্ত রাজা ও সোনমের কোনও সন্ধান মেলেনি।ভাষাগত সমস্যার কারণে শিলং পুলিশের সঙ্গে যোগাযোগে কিছুটা অসুবিধা হওয়ায়, রাজার পরিবার মেঘালয় পুলিশ কমিশনারের সহায়তা চায়। বর্তমানে ডেপুটি কমিশনার (ক্রাইম ব্রাঞ্চ) রাজেশ কুমার ত্রিপাঠীর তত্ত্বাবধানে তল্লাশি অভিযান চলছে।নবদম্পতির হঠাৎ নিখোঁজ হওয়া নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার ও পুলিশ উভয়েই দ্রুত তাঁদের খোঁজ পাওয়ার আশায় দিন গুনছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top