বাঁকুড়া – কয়েক মিনিটের শিলাবৃষ্টিতে লন্ডভন্ড বাঁকুড়ার জয়পুর, একদিকে যেমন চলছিল ভ্যাপসা গরম অন্যদিকে সেই গরমের মাঝে ব্যাপক শিলা বৃষ্টি,একদিকে যেমন স্বস্তি, অন্যদিকে অস্বস্তি বাড়িয়ে দিল কৃষকদের।
এই সময় চলছিল আলু ভাঙার কাজ। মাঠেই ছিল হাজার হাজার কৃষক চলছে আলু তোলা, আজ দুপুরে হঠাৎই শিলাবৃষ্টি শুরু হয় যার জেরে আহত হয়েছেন অনেক কৃষক। কোন রকমের প্রাণের বেঁচে ফিরলেন মাঠ থেকে এমনটাই জানাচ্ছেন কৃষকরা,একদিকে যেমন ব্যাপক আলুর ক্ষয়ক্ষতি অন্যদিকে ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ি ঘরের। ঝরে পড়েছে গাছের আম। বাদ যায়নি, সবজি থেকে ধান এক কথায় বলতে গেলে। গরমের হাত থেকে বাঁচতে অল্প হয়তো স্বস্তি মিলবে সাময়িক, কিন্তু কয়েক মিনিটের শিলাবৃষ্টিতে অস্বস্তি বাড়িয়ে দিল,চাষীদের। প্রায় মিনিট দশেকের শিলাবৃষ্টিতে সাদা বরফে ঢেকেছে মাঠ দূর দূরান্ত দিকে তাকালেই দেখা যায় সাদা ধোঁয়া দেখলে মনে হবে এক টুকরো কাশ্মীর বা তুষারের দেশে চলে এসেছেন আপনি।
