শিলিগুড়িতে কেপিপি-এর মিছিল। আলাদা রাজ্য সহ মোট ১৪ দফা দাবিতে শিলিগুড়ি কেপিপি-এর মিছিল। বুধবার শিলিগুড়ি শহরের সূর্যসেন পার্কের সামনে থেকে কামতাপুর প্রগ্রেসিভ পার্টির একাধিক দাবি সহ আলাদা রাজ্যের সাবিতে মিছিল সংগঠিত হয়। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কেপিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এই মিছিলে দলের কর্মী-সমর্থকেদের উপস্থিত লক্ষ করা য়ায়। মিছিলে দলের দলীয় পতাকা ছারাও জাতীয় পতাকা নিয়ে মহানন্দা সেতুর নিচ থেকে শুরু হয় কেপিপির মিছিল।
মিছিলের প্রথম সারিতে কেন্দ্রীয় নেতা ছারাও ২জন সমর্থক কাঁধে লাঙ্গল নিয়ে হিলকার্ড রোড হয়ে শিলিগুড়ি মহুকমা শাসকের দপ্তরের সামনে গিয়ে শেষ হয় মিছিল। দলের কেন্দ্রীয় সহসভাধিপতি বুদারু রায় জানান, এদিন মহুকমা শাসকের মারফত দেশের প্রধানমন্ত্রীকে এক স্মারকলিপি প্রদান করা হবে একাধিক দাবি জানিয়ে। তবে দাবি পূরণ না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি রেল অবরোধেও সামিল হবে কেপিপি। অন্যদিকে কেপিপির প্রচারক সন্তোষ কুমার বর্মন জানান, আমাদের দাবি বহুদিনের পুরানো দাবি। আমাদের দাবি যতদিন না পূরণ হবে ততদিন আন্দোলন চালিয়ে যাবো।
আরও পড়ুন – আসন্ন ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে পোস্ট অফিস থেকে জাতীয় পতাকা বিক্রি
উল্লেখ্য, আলাদা রাজ্য সহ মোট ১৪ দফা দাবিতে শিলিগুড়ি কেপিপি-এর মিছিল। বুধবার শিলিগুড়ি শহরের সূর্যসেন পার্কের সামনে থেকে কামতাপুর প্রগ্রেসিভ পার্টির একাধিক দাবি সহ আলাদা রাজ্যের সাবিতে মিছিল সংগঠিত হয়। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কেপিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এই মিছিলে দলের কর্মী-সমর্থকেদের উপস্থিত লক্ষ করা য়ায়। মিছিলে দলের দলীয় পতাকা ছারাও জাতীয় পতাকা নিয়ে মহানন্দা সেতুর নিচ থেকে শুরু হয় কেপিপির মিছিল।
মিছিলের প্রথম সারিতে কেন্দ্রীয় নেতা ছারাও ২জন সমর্থক কাঁধে লাঙ্গল নিয়ে হিলকার্ড রোড হয়ে শিলিগুড়ি মহুকমা শাসকের দপ্তরের সামনে গিয়ে শেষ হয় মিছিল। দলের কেন্দ্রীয় সহসভাধিপতি বুদারু রায় জানান, এদিন মহুকমা শাসকের মারফত দেশের প্রধানমন্ত্রীকে এক স্মারকলিপি প্রদান করা হবে একাধিক দাবি জানিয়ে। তবে দাবি পূরণ না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি রেল অবরোধেও সামিল হবে কেপিপি। অন্যদিকে কেপিপির প্রচারক সন্তোষ কুমার বর্মন জানান, আমাদের দাবি বহুদিনের পুরানো দাবি। আমাদের দাবি যতদিন না পূরণ হবে ততদিন আন্দোলন চালিয়ে যাবো।