শিলিগুড়িতে ডেঙ্গি মোকাবিলায় পুজোর মাসে বাড়তি নজরদারি পুরনিগমের। শুক্রবার পর্যন্ত শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১২৯। বর্তমানে আক্রান্ত রয়েছেন ৫-৭ জন। শহরের কয়েকদিনে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে পুরনিগম। পুজোর মুখে ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাসিক হাউস টু হাউস সার্ভের বাড়ানো হয়েছে। সেপ্টেম্বর মাসে সপ্তাহে ৫ দিন হাউস টু হাউস সার্ভে করবে ভিসিটি টিম। যা অন্যান্য সময়তে মাসে দুবার হয়ে থাকে।
তা বাড়িয়ে চলতি মাসে পাঁচ মাস সার্ভের নির্দেশ দেওয়া হয়েছে পুরো নিগমের তরফে। শিলিগুড়ি পুরোনিগম এলাকায় ৪,৫,১,৪৬,৪০,৪২ ডেঙ্গির আক্রান্ত রয়েছে। একাধিক আক্রান্ত রয়েছে ১,৩৬,৩৮,৪৬,৫,৮,১১। আক্রান্তদের ট্রাভেল হিস্ট্রি খতিয়ে দেখা দিয়েছে বাইরে থেকে জ্বর নিয়েই শহরে প্রবেশ করেছেন একাধিক ডেঙ্গি আক্রান্ত রুগী। শিলিগুড়ি পুরনিগমের গৌতম দেব বলেন প্রতিটি ওয়ার্ডে ফকিং ও স্প্রিং এর উপর বাড়তি জোর দেওয়া হয়েছে। নতুন করে আরো একশোটি ফগিং ও স্প্রিং মেশিন কেনা হয়েছে। এছাড়া পূজোর মুখে সমস্ত পুজো প্যান্ডেলকে ডেঙ্গি সচেতনতামূলক প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন – বাংলার দূর্গা পূজোর ইউনেস্কোর স্বীকৃতিকে সন্মান জানিয়ে শোভাযাত্রা শহর জলপাইগুড়িতে
উল্লেখ্য, শিলিগুড়িতে ডেঙ্গি মোকাবিলায় পুজোর মাসে বাড়তি নজরদারি পুরনিগমের। শুক্রবার পর্যন্ত শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১২৯। বর্তমানে আক্রান্ত রয়েছেন ৫-৭ জন। শহরের কয়েকদিনে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে পুরনিগম। পুজোর মুখে ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাসিক হাউস টু হাউস সার্ভের বাড়ানো হয়েছে। সেপ্টেম্বর মাসে সপ্তাহে ৫ দিন হাউস টু হাউস সার্ভে করবে ভিসিটি টিম। যা অন্যান্য সময়তে মাসে দুবার হয়ে থাকে। তা বাড়িয়ে চলতি মাসে পাঁচ মাস সার্ভের নির্দেশ দেওয়া হয়েছে পুরো নিগমের তরফে।
শিলিগুড়ি পুরোনিগম এলাকায় ৪,৫,১,৪৬,৪০,৪২ ডেঙ্গির আক্রান্ত রয়েছে। একাধিক আক্রান্ত রয়েছে ১,৩৬,৩৮,৪৬,৫,৮,১১। আক্রান্তদের ট্রাভেল হিস্ট্রি খতিয়ে দেখা দিয়েছে বাইরে থেকে জ্বর নিয়েই শহরে প্রবেশ করেছেন একাধিক ডেঙ্গি আক্রান্ত রুগী। শিলিগুড়ি পুরনিগমের গৌতম দেব বলেন প্রতিটি ওয়ার্ডে ফকিং ও স্প্রিং এর উপর বাড়তি জোর দেওয়া হয়েছে। নতুন করে আরো একশোটি ফগিং ও স্প্রিং মেশিন কেনা হয়েছে। এছাড়া পূজোর মুখে সমস্ত পুজো প্যান্ডেলকে ডেঙ্গি সচেতনতামূলক প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।