
নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,৩ রা জুলাই : শিলিগুড়িতে নাবালিকা পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ। অবশেষে অভিযুক্ত উপেন্দ্র গুপ্তা কে গ্রেফতার করল শিলিগুড়ি মহিলা থানার পুলিশ। মঙ্গলবার রাতে সেবক রোড থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত ৭ নম্বর ওয়ার্ডে বাড়ি অভিযুক্তের। সেই বাড়িতেই বিহারের এক নাবালিকা কাজ করতো। নাবালিকার পরিবারের অভিযোগ হুমকি দিয়ে নাবালিকাকে ধর্ষণ করা হয়েছিল। শারীরিকভাবে অসুস্থ হওয়ার পর নাবালিকাকে খালপাড়ার এক নার্সিংহোমে ভর্তি করা হয়। গোটা ঘটনার পর খালপাড়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছিল। তারপর থেকেই পলাতক ছিল অভিযুক্ত। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে তাকে ধরা হয়। বুধবার দুপুরে শিলিগুড়ি আদালতে তোলা হবে।



















