শিলিগুড়িতে নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, আইসিইউ-তে এক রোগীর মৃত্যু

শিলিগুড়িতে নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, আইসিইউ-তে এক রোগীর মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



শিলিগুড়ি – শিলিগুড়িতে এক বেসরকারি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল আইসিইউ-তে থাকা এক রোগীর। নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর গাফিলতির অভিযোগ উঠেছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত প্রায় ১০টা নাগাদ, শিলিগুড়ির ভুটিয়া মার্কেট সংলগ্ন একটি নার্সিং হোমে। জানা গিয়েছে, প্রথমে নার্সিং হোমের গ্রাউন্ড ফ্লোরের স্টোর রুম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কর্মীরা সেখানে পৌঁছে দেখেন, ঘরের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, আর ঘন ধোঁয়ায় ঢেকে যায় নার্সিং হোমের ভিতরের অংশ।

আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও হাসপাতালের কর্মীদের মধ্যে। সবাই দ্রুত বাইরে বেরিয়ে আসেন। হাসপাতালের কর্মীরা চেষ্টা করেন রোগীদের নিরাপদে বের করে আনতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। ঘটনাস্থলে ছুটে আসেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, শিলিগুড়ি থানার পুলিশ এবং পানি ট্যাংকি আউটপোস্টের পুলিশ।

আগুন নিয়ন্ত্রণে আসার পরই জানা যায়, আইসিইউ-তে ভর্তি থাকা এক রোগীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে অন্য কোনও কারণ আছে কি না, তা জানতে তদন্ত চলছে।

দমকল সূত্রে জানা গেছে, নার্সিং হোমে অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকলেও, তা কার্যকর অবস্থায় ছিল না। আগুন লাগার সময় কোনও কর্মীও সেই যন্ত্র ব্যবহার করতে পারেননি। ফলে গ্রাউন্ড ফ্লোর থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দোতলা পর্যন্ত।

অগ্নিকাণ্ডে নার্সিং হোম কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ উঠেছে। পুলিশ ও দমকল যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। অগ্নিনির্বাপণ ব্যবস্থার ত্রুটি এবং নিরাপত্তা মান লঙ্ঘন হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top