নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২৯ ডিসেম্বর, শিলিগুড়ি চাম্পাসারি এলাকার মুরগি হাঁটিতে আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হল ৭ টি দোকান। শনিবার রাতে স্থানীয় দোকানদাররা আগুন দেখতে পেয়ে দমকল কে খবর দেয়।দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা গিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুন লাগার কারণ কি তা এখনোও স্পষ্ট নয়। এদিন হঠাৎ এরম আগুন লাগার পর ক্রমশ আতঙ্ক ছড়ায় এলাকায়। কারণ ওই মুরগি হাটির পাশেই রয়েছে একটি পেট্রোল পাম্প। যার জেরে বড় দুর্ঘটনার আশঙ্কা করে এলাকাবাসীরা।