Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
শিলিগুড়িতে লেখক শিল্পীদের সেমিনারে বক্তব্য রাখলেন অভিনেতা চন্দন সেন

শিলিগুড়িতে লেখক শিল্পীদের সেমিনারে বক্তব্য রাখলেন অভিনেতা চন্দন সেন

শিলিগুড়িতে লেখক শিল্পীদের সেমিনারে বক্তব্য রাখলেন অভিনেতা চন্দন সেন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শিলিগুড়িতে লেখক শিল্পীদের সেমিনারে বক্তব্য রাখলেন অভিনেতা চন্দন সেন। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের দশম (নব পর্যায় )দার্জিলিং জেলা সম্মেলন উপলক্ষে শনিবার অনুষ্ঠিত হল সেমিনার।শিলিগুড়ির তথ্য কেন্দ্রের রাম কিঙ্কর হলে “আজকের ফ্যাসিবাদ – আমাদের প্রতি স্পর্ধা’বিষয়ের উপর বক্তব্য রাখেন অভিনেতা চন্দন সেন,ইন্ডিয়ান স্কুল অফ সোশ্যাল সায়েন্সের যুগ্ম সম্পাদক সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়,এবং গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের রাজ্য সম্পাদক রজত বন্দোপাধ্যায়।

 

অভিনেতা চন্দন সেন বক্তব্য রাখতে গিয়ে বলেন,যাদের জন্য নাটক শিল্প সৃষ্টি করছি এবং যাদের হয়ে বলছি। যে ভাষায় তাদের কথা বলছি তা কি তাদের বোঝাতে পারছি?এমনই প্রশ্ন তুলে বক্তব্য রাখেন চন্দন বাবু।তিনি বলতে চান যে সাধারণ মানুষের ভাষায় কথা বলার কথা৷ যাদের জন্য আমরা লড়াই করছি তারা যেন আমাদের ভাষা বুঝতে পারেন৷তিনি বলেন ,প্রযুক্তি কে কাজে লাগিয়ে আজও ফ্যাসিবাদ সক্রিয়।

 

বিশিষ্ট শিল্পী রজত বন্দোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বলেন,লেখক শিল্পীদের আরো অনেক গভীরে যেতে হবে।মিথ্যার নির্মাণ ভেঙে দিতে হবে।ফ্যাসিবাদের বিপদ যেমন তুলে ধরেন তেমনি বর্তমানে গনতন্ত্রের ছদ্ম বেশে কিভাবে ফ্যাসিবাদ আমাদের সামনে বিপদের কারণ তাও ব্যাখ্যা করেন৷উপস্থিত ছিলেন অধ্যাপক সঞ্জীবন দত্ত রায়,পার্থপ্রতিম মিত্র প্রমুখ৷এছাড়াও সেমিনারে ছিলেন,প্রাক্তণ মেয়র অশোক ভট্টাচার্য,জীবেশ সরকার সহ বিশিষ্টরা৷

আরও পড়ুন – নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে সুখবর

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের দশম (নব পর্যায় )দার্জিলিং জেলা সম্মেলন উপলক্ষে শনিবার অনুষ্ঠিত হল সেমিনার।শিলিগুড়ির তথ্য কেন্দ্রের রাম কিঙ্কর হলে “আজকের ফ্যাসিবাদ – আমাদের প্রতি স্পর্ধা’বিষয়ের উপর বক্তব্য রাখেন অভিনেতা চন্দন সেন,ইন্ডিয়ান স্কুল অফ সোশ্যাল সায়েন্সের যুগ্ম সম্পাদক সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়,এবং গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের রাজ্য সম্পাদক রজত বন্দোপাধ্যায়। অভিনেতা চন্দন সেন বক্তব্য রাখতে গিয়ে বলেন,যাদের জন্য নাটক শিল্প সৃষ্টি করছি এবং যাদের হয়ে বলছি। যে ভাষায় তাদের কথা বলছি তা কি তাদের বোঝাতে পারছি?

 

এমনই প্রশ্ন তুলে বক্তব্য রাখেন চন্দন বাবু।তিনি বলতে চান যে সাধারণ মানুষের ভাষায় কথা বলার কথা৷ যাদের জন্য আমরা লড়াই করছি তারা যেন আমাদের ভাষা বুঝতে পারেন৷তিনি বলেন ,প্রযুক্তি কে কাজে লাগিয়ে আজও ফ্যাসিবাদ সক্রিয়। বিশিষ্ট শিল্পী রজত বন্দোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বলেন,লেখক শিল্পীদের আরো অনেক গভীরে যেতে হবে।মিথ্যার নির্মাণ ভেঙে দিতে হবে।ফ্যাসিবাদের বিপদ যেমন তুলে ধরেন তেমনি বর্তমানে গনতন্ত্রের ছদ্ম বেশে কিভাবে ফ্যাসিবাদ আমাদের সামনে বিপদের কারণ তাও ব্যাখ্যা করেন৷উপস্থিত ছিলেন অধ্যাপক সঞ্জীবন দত্ত রায়,পার্থপ্রতিম মিত্র প্রমুখ৷এছাড়াও সেমিনারে ছিলেন,প্রাক্তণ মেয়র অশোক ভট্টাচার্য,জীবেশ সরকার সহ বিশিষ্টরা৷

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top