শিলিগুড়ির  বিধান মার্কেটের কাছে বোমা উদ্ধার ঘিরে আতঙ্ক

শিলিগুড়ির  বিধান মার্কেটের কাছে বোমা উদ্ধার ঘিরে আতঙ্ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ৮ই সেপ্টেম্বর : শনিবার রাতে শিলিগুড়ির বিধান মার্কেটের রাধাগোবিন্দ মন্দিরের কাছে একটি দোকানের সামনে হঠাৎ একটি গ্রেনেড জাতীয় বস্ত দেখতে পান স্থানীয়রা। মুহূর্তে মধ্যে ওই বস্তুকে ঘিরে শুরু হয় বোমাতঙ্ক । খবর পেয়ে আসে শিলিগুড়ি থানার পুলিশ। এরপর বালির বস্তা দিয়ে ঢেকে দেওয়া হয় বস্তুটি। স্নিফার ডগ দিয়ে পরীক্ষা পর ডাকা হয় সিআইডি এর বোম্ব স্কোয়াডকে। তারা আসার পর কিছুক্ষণের আলোচনার পর সেটিকে উদ্ধারের কাজ শুরু হয়। সমস্ত সুরক্ষার সরঞ্জাম ব্যবহার করে গ্রেনেড জাতীয় বস্তুটি উদ্ধার করে জল ভর্তি বালতিতে রাখা হয়। এরপর গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। গাড়িতেও বালির বস্তা দিয়ে ঘেরা রাখা হয়।তবে সেটি কোথা থেকে এলাকায় এলো তা তদন্ত করে দেখছে শিলিগুড়ি থানার পুলিশ।
শিলিগুড়ি বিধান মার্কেট থেকে উদ্ধার হওয়া হ্যান্ড গ্রেনেড বোমা জাতীয় বস্তুটির রবিবার সকালে শিলিগুড়ি নৌকা ঘাটের মহানন্দা নদীর চরে ফাঁকা জায়গায় নিষ্ক্রিয় করা হল। এদিন সিআইডি বম স্কোয়াদ টিম এই বোমাটি কে নিষ্ক্রিয় করে। এদিন মহানন্দা নদীর চর জুড়ে কড়া নিরাপত্তা বজায় রাখা হয় । স্থানীয় মানুষজন কেউ নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top