নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ১৩ ই নভেম্বর :শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগীর খাবারে পোকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে শিলিগুড়ির ৩১ নম্বর ওয়ার্ডের শীতলা পাড়ার বাসিন্দা মহাদেব ঘোষ তার স্ত্রী সোমা ঘোষ কে শারীরিক অসুস্থতার কারণে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করেন। এরপরে এদিন-দুপুরে শিলিগুড়ি জেলা হাসপাতালের তরফে তাকে খাবার দিতে গেলে দেখা যায় সবজির মধ্যে রয়েছে পোকা।
বিষয়টি হাসপাতালে কর্তব্যরত নার্স কে জানাতে গেলে বিষয়টি নিয়ে কোনও পদক্ষেপ নিতে মানা করে দেয়। এরপর তিনি মডিউলার কিচেন এর আধিকারিকদের বিষয়টি জানাতে গেলে তারা খাবার কেড়ে নিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। সেখান থেকে তিনি অভিযোগ জানাতে সুপারের কার্যালয়ে যান। কিন্তু সুপার না থাকায় তিনি ফোনেই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্যকে অভিযোগ করেন। বিষয়টি জানা মাত্র দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন সমিতির চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য।