শিলিগুড়ি বাঘাযতীন কলোনি নদীতে তলিয়ে গেল এক ব্যক্তি । জানা গেছে ব্যক্তির নাম প্রদীপ দেবনাথ প্রায়,বয়স -(৬০ ) তিনি বাঘা যতীন কলোনি ৪৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ,পাঁচ বছর থেকে মানসিক ভারসাম্য ছিল সে ব্যক্তি সেই ব্যক্তি পাড়ার যে বাঘাযতীন কলোনির পার্বতী ঘাট রয়েছে ঠিক সেখানে নদীর সামনে যায় এবং সেই সময়েই নদীর সামনে যাওয়াতে তিনি নদীতে পড়ে যায় তারপরে এলাকাবাসী দেখে ছুটতে ছুটতে যায় সেই ব্যক্তিকে বাঁচানোর জন্য অনেক আফরান চেষ্টা করে কিন্তু তাকে কোনো রকম ভাবে বাঁচিয়ে তুলতে পারেনি তারপর এলকা বাসি প্রধান নগর থানায় পুলিশকে খবর দেন , ঘটনা স্থলে ছুটে আসে প্রধান নগর থানার পুলিশ, সেই ব্যক্তিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ময়না তদন্ত জন্য পাঠানো হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য।
আরও পড়ুন – মাঠে পড়ে থাকা তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক মহিলার মৃত্যু
উল্লেখ্য, শিলিগুড়ি বাঘাযতীন কলোনি নদীতে তলিয়ে গেল এক ব্যক্তি । জানা গেছে ব্যক্তির নাম প্রদীপ দেবনাথ প্রায়,বয়স -(৬০ ) তিনি বাঘা যতীন কলোনি ৪৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ,পাঁচ বছর থেকে মানসিক ভারসাম্য ছিল সে ব্যক্তি সেই ব্যক্তি পাড়ার যে বাঘাযতীন কলোনির পার্বতী ঘাট রয়েছে ঠিক সেখানে নদীর সামনে যায় এবং সেই সময়েই নদীর সামনে যাওয়াতে তিনি নদীতে পড়ে যায় তারপরে এলাকাবাসী দেখে ছুটতে ছুটতে যায় সেই ব্যক্তিকে বাঁচানোর জন্য অনেক আফরান চেষ্টা করে কিন্তু তাকে কোনো রকম ভাবে বাঁচিয়ে তুলতে পারেনি তারপর এলকা বাসি প্রধান নগর থানায় পুলিশকে খবর দেন , ঘটনা স্থলে ছুটে আসে প্রধান নগর থানার পুলিশ, সেই ব্যক্তিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ময়না তদন্ত জন্য পাঠানো হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য।