শিলিগুড়ি হাসপাতালে শুরু হলো করোনার টিকাকরণ

শিলিগুড়ি হাসপাতালে শুরু হলো করোনার টিকাকরণ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৬ জানুয়ারি ২০২১ শিলিগুড়ি: প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়ে গেলো করোনার টিকাকরণ।শনিবার সকাল থেকে শিলিগুড়ি জেলা হাসপাতালে এই টিকা দেওয়া হয়।

পাশাপাশি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও টিকা দেওয়া হয়।এদিন জেলা হাসপাতালে ১০০জনকে টিকা দেওয়া হয়।সহ জেলাশাসক সুমন্ত সহায় জানালেন, এদিন ৫টি কেন্দ্র থেকে ৫০০জনকে টিকা দেওয়া হলো।সকলেই সুস্থ রয়েছেন।অন্যদিকে দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রলয় আচার্য বললেন আমরা সর্বতোভাবে সফল।এই ঐতিহাসিক দিনে যারা যারা টিকা নিলেন তাদের শুভেচ্ছা আর তারা সকলেই খুব ভালো আছেন,সুস্থ আছেন।এরা সকলেই আবার ২৮দিন পরে আরেকটি ডোজ নেবেন।আবার টিকা নিয়ে ডাঃ রিচার্ড নার্জিনারি বললেন, এই টিকা নিয়ে কোনওরকম কোনও অসুবিধা হয়না।টিকা নিয়ে আধঘন্টা বিশ্রামে রাখা হয়।তারপর ছেড়ে দেওয়া হয়।যে কোনও টিকা নিলেই একটু ব্যাথা হয়,গা ম্যাজম্যাজ করে।সেটাই হয়েছে তার বেশী কিছু হয়নি।আমি আবেদন করব সকলের কাছে এই টিকা যাতে সকলেই নেয়।তবে টিকা নিলেও মাস্ক ব্যাবহার করা জরুরী।এদিন ব্যাপক উৎসাহের সাথে সকলে টিকা নেন।

আরও পড়ুন…বারাসাত হাসপাতালে ভ্যাকসিনেশন এর আগে পরিদর্শনে এলেন মুখ্য কেরানীর আধিকারিক ও হাসপাতাল সুপার

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top