নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ৯ জুলাই:- কোরোনা সংক্রমণ নিয়ন্ত্রনে রাখার উদ্দেশ্যে কন্টেইমেন্ট জোনগুলিতে কঠোরভাবে লকডাউনের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। শিলিগুড়ি পুরনিগমের ২, ৪, ৫, ২৮, ৪৬ ওয়ার্ডগুলিতে সম্পূর্ণভাবে লকডাউন জারি করা হয়েছে আজ বিকাল ৫ টা থেকে ৭ দিনের জন্য। প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান বাদে বন্ধ থাকবে সবকিছুই।
সার্কিট হাউজে জেলাশাসক এস.পুন্নমবলম, পর্যটনমন্ত্রী গৌতম দেব সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে এমনটাই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কন্টেইমেন্ট জোনগুলিতে কঠোরভাবে লকডাউনের নির্দেশ দেওয়া হয়। সেই জোনে অপ্রয়োজনে কেউ বাড়ির বাইরে বেরবে না এবং যানবাহন চলাচলও নিষিদ্ধ। পাশাপাশি শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট, চম্পাশরি বাজার, দেবীডাঙ্গা বাজার সব বন্ধ থাকবে।পর্যটনমন্ত্রী গৌতম দেব জানান, জলপাইগুড়ির জেলার কিছু ওয়ার্ড যেমন- ৩৭, ৩৮, ৩৯, ৪৩ শিলিগুড়ি পুরনিগমের অধীনে সেগুলিতেও লকডাউন ঘোষনা করা হয়েছে।