নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১৬ ডিসেম্বর, মুখ্যমন্ত্রীর স্বপ্নের বেঙ্গল সাফারির মুকুটে লাগলো আরো একটি পালক। চালু হল ট্র্যাকহীন টয়ট্রেন।সোমবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের বনমন্ত্রী রাজীব ব্যানার্জি ও পর্যটন মন্ত্রী গৌতম দেব। এদিন ট্রেনের চালক ছিলেন খোদ বনমন্ত্রী আর সহকারি ছিলেন পর্যটন মন্ত্রি।
উপস্থিত বনমন্ত্রী রাজীব ব্যানার্জি , ও পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, ৩০ লক্ষ টাকা ব্যয়ে ৩০ আসন বিশিষ্ট টয় ট্রেনটির টিকিট ধার্য করা হয়েছে মাত্র ২৫। রিকা রিকা বিভান, শিলা রয়েল বেঙ্গল টাইগার ও শচীন-সৌরভ, শীতল, কাজল, সিম্বা, এই চিতা গুলি এতদিন এই বেঙ্গল সাফারির আকর্ষণ বারিয়ে তুললেও এবার বারতি আনন্দ দেবে এই ট্র্যাকহীন টয়ট্রেন। পর্যটন মন্ত্রী রাজীব ব্যানার্জি ও পর্যটন মন্ত্রী গৌতম দেব, জানান, খুব শীঘ্রই নতুন করে বেশ কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে যা দ্রুত বাস্তবায়িত করা হবে। তাঁরা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্প কে বিশ্বের দরবারে তুলে ধরতে রাজ্যেসরকার সমস্ত রকম উদ্যোগ গ্রহণ করবেন।