শিলিগুড়ি জুড়ে বিভিন্ন রাস্তা দখল মুক্ত করতে নামলো পুলিশ

শিলিগুড়ি জুড়ে বিভিন্ন রাস্তা দখল মুক্ত করতে নামলো পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শিলিগুড়ি জুড়ে বিভিন্ন রাস্তা দখল মুক্ত করতে নামলো পুলিশ। শিলিগুড়ির শহরের মুখ্য সড়কের উপর কোথাও বেআইনী দোকান, তো আবার কোথাও রাস্তা দখলে নিয়ে চলছে দিনভর গাড়ির পার্কিং। যা শহরের মুখ্য রাস্তা গুলিতে যানজটের সমস্যার অন্যতম কারণ। শহরের জলন্ত যানজট সমস্যা সমাধানে বেশ কিছুদিন যাবত শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে ঘুর পথে ট্রাফিক পরিচালনার পরীক্ষামূলক উদ্যোগ গ্রহণ করা হয়।

 

পরীক্ষা মূলক ভাবে নয়া ট্র্যাফিক ম্যাপ অনুযায়ী শহরের কেন্দ্রে হিলকার্ট রোড, সেবক রোড, বর্ধমান রোডে শহরের বাইরে থেকে আসা বাসের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমস্ত বাস ও শহরের বাইরে থাকা আসা বাস ও পণ্যবাহি গাড়ি গুলিকে নৌকাঘাট ও ইস্টার্ন বাইপাস দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। শহরের মুখ্য রাস্তা গুলির যানজট সমস্যা নিরসন হয়নি ঠিকই।

 

তবে অবস্থার সামান্য উন্নতি ঘটেছে। তবে গোদের উপর বিষফোড়া আকারে রয়েছে বিভিন্ন রাস্তা দখলে নিয়ে বেআইনী পার্কিং, যত্রতত্র রাস্তা দখলে নিয়ে দোকান -পসরা। শহরের প্রায় সমস্ত ফুটপাতগুলি দখলে নিয়ে চলছে দোকান ব্যবসা। সেখান পায়ে হেঁটে যাওয়ার উপায় নেই। হিল কার্ট রোড, শিলিগুড়ি জংশন সংলগ্ন এলাকা, এস এফ রোডে ফুটপাতের উপর কোথাও গজিয়ে উঠেছে অস্থায়ী কাঠামোয় আস্ত তো কোথাও দিনভর গাড়ির পার্কিং। রেহাই মেলেনি হাসপাতাল সংলগ্ন জরুরি রাস্তায় ক্ষেত্রেও। হাসপাতালের দুই ধার দিয়ে ফুটপাত দখলে নিয়ে রয়েছে হরেকরকমের পসরা।

 

আবার হাসপাতাল থেকে কাছাড়ি রোড পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তার একটা অংশ দখলে নিয়ে রীতিমতো অঘোষিত টোটো ও সিটি অটোর স্ট্যান্ড। মঙ্গলবার শিলিগুড়ি মুখ্য রাস্তাগুলিতে দখল মুক্ত করতে অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। অভিযানে হিলকার্ড রোড, জংশন সংলগ্ন এলাকা, গুরুং বস্তি, এসএফ রোডে থাকা রাস্তা দখলে নিয়ে দোকান পসরা সরিয়ে দেওয়া হয়। রাস্তার উপর বেআইনি গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধেও ব্যবস্থা নেয় পুলিশ। একাধিক গাড়িতে লাগিয়ে দেওয়া হয় কাঁটা। এদিন পুলিশের তরফে ট্র্যাফিক পুলিশের তরফে শহরের মুখ্য রাস্তাগুলিতে অভিযান চালিয়ে সতর্ক করা হয়।

 

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এডিসিপি ট্র্যাফিক পূর্ণিমা শেরপা বলেন পরীক্ষামূলক ভাবে ঘুর পথে ট্র্যাফিক পরিচালনায় কিছুটা হলে শহরের যানজট সমস্যা ক্ষেত্রে প্রভাব ফেলেছে। শহরের হিলকার্ট রোড, জংশন, এস এফ রোড, সেবক রোডে যানজট সাময়িকভাবে কিছুটা এড়ানো সম্ভব হয়েছে। ফুটপাত ও রাস্তা দখল নিয়ে ব্যবসা, বেআইনি পার্কিং একটা বড় সমস্যা। এই দুটি বড় ইস্যু। তবে ট্যাফিকের পুলিশের তরফে অভিযান চলছে।

আরও পড়ুন – প্রশাসনের ওপর ভরসা করলে হারাতে হবে সন্তানকে, সিপিএম

অন্যদিকে পূর্বেও একাধিক বার অভিযান নেমেছে পুলিশ। সাময়িক রাস্তা ও ফুটপাত দখল সমস্যা নিরসন হলেও ফের এক শ্রেণীর মানুষের অবৈধ কাজের পুনুরাবৃত্তির জেরে শহরের সর্বত্র এই একই সমস্যা পরিলক্ষিত। তবে এবার এই কাজে পুলিশের সঙ্গে এগিয়ে এসেছে শিলিগুড়ি পুরনিগমও।

 

পুরনিগমের তরফে ইতিমধ্যেই শহরের মোট কত হকার রয়েছে তার তালিকা তৈরি করছে পুরদপ্তর। সে বিষয়ে চাকা ওয়ালা গাড়ি সহ একাধিক নয়া পরিকল্পনা গ্রহণের চিন্তা ভাবনা রয়েছে বলেও জানান পুরনিগমের কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া। ফলে শিলিগুড়ির যানজট সমস্যা সমাধানে রাস্তা দখলে নিয়ে ব্যবসা, বেআইনী পার্কিং হঠাতে কতটা ফলপ্রস্যু হবে পুলিশ প্রশাসন সেদিকে তাঁকিয়ে রয়েছে শহরবাসী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top