নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি ,৯ই সেপ্টেম্বর : বিধানমার্কেটে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় কি জঙ্গী যোগ রয়েছে? পূজোর আগে শহরে কি বড় ধরণের নাশকতার ছক ছিল? তা নিয়ে পুলিশমহল অবশ্য এখনও মুখে কুলুপ এঁটে রয়েছে। যদিও এই ঘটনায় পূর্নাঙ্গ তদন্ত চেয়ে সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন বিজেপির শিলিগুড়ি জেলা কমিটির সভাপতি অভিজিৎ রায় চৌধুরি।
শনিবার ভরসন্ধ্যায় শিলিগুড়ি বিধান মার্কেটের রাধাকৃষ্ণ মন্দির সংলগ্ন বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির কার্যালয় থেকে ঢিল ছোঁড়া দূরত্বে একটি বস্তু কে ঘিরে বোমাতঙ্ক কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। পরে ঘটনাস্থলে পুলিশ, সিআইডি এবং বোম স্কোয়াড এসে ওই ধাতব বস্তুটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। রবিবার শিলিগুড়ি নৌকা ঘাটের মহানন্দা নদীর চরে নিরাপদ স্থানে উদ্ধার হওয়া ওই বিস্ফোরক টিকে পুলিশ নিষ্ক্রিয় করে। তবে ভরসন্ধ্যায় শিলিগুড়ি বিধান মার্কেট এর মত ব্যস্ততম জায়গায় এই ধরনের বিস্ফোরক উদ্ধারের পর থেকেই শহরজুড়ে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। শহরবাসির মুখে মুখে এখন এই ঘটনার জোর চর্চা।
সোমবার বিধান মার্কেট এর মত ব্যস্ততম জায়গায় এই ধরনের বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে চিঠি লিখলেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি অভিজিৎ রায় চৌধুরী।