শিলিগুড়ি রাজপথে গরুর গাড়িতে নজরকাড়া মা দূর্গার আগমন

শিলিগুড়ি রাজপথে গরুর গাড়িতে নজরকাড়া মা দূর্গার আগমন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শিলিগুড়ি রাজপথে গরুর গাড়িতে নজরকাড়া মা দূর্গার আগমন। কয়েক দশক পিছিয়ে পুরাতন গ্রামবাংলার দুর্গাপুজোর জীবন্ত ছবি ধরা দেবে মেট্রো সিটি শিলিগুড়িতে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মত জেলায় জেলায় বৃহস্পতিবার দুপুর ২টা নাগাদ ইউনেস্কোকে সম্মিলিত ভাবে ধন্যবাদ জানিয়ে বাঙালির দুর্গোৎসবের বিশ্ব স্বীকৃতি উদযাপন করা হবে। ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে কলকাতার পর উত্তরবঙ্গের মধ্যে নজরকাড়া বর্ণাঢ্য শোভাযাত্রায় হতে চলেছে শিলিগুড়িতে।

 

শহরের তরাই তারাপদ স্কুল থেকে বাঘাযতীন মাঠ পর্যন্ত তিনি কিমি পদযাত্রা হবে।শিলিগুড়ি পুরনিগম ও জেলা প্রশাসনের আয়োজিত এই বর্ণাঢ্য শোভাযাত্রায় থাকছে দুর্গোৎসবকে কেন্দ্র করে আধুনিক ও প্রাচীনত্বের মেল বন্ধন।সেকালের পল্লী গায়ের পুজোর কৃষ্টি সংস্কৃতি আমেজ গাঁ মেখেই আধুনিকা শিলিগুড়ি মাতবে প্রারম্ভিক শারদীয়ার উদযাপনে। শিলিগুড়ি পুরনিগমের তরফে ১০০ঢাকি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় গরুর গাড়িতে মেট্রোপলিটন শহরের হিল কার্ট রোড ছুঁয়ে এগিয়ে চলবে দুর্গা প্রতিমা।

 

থাকবে ঘোড়ায় টানা বাংলার ঐতিহ্যবাহি টাঙা গাড়ি। পল্লী বাংলাকে তুলে ধরবে রণ-পা ও গ্রামীণ দূর্গাপুজোর মডেল ট্যাবলো শহর পরিক্রমা করবে। শিলিগুড়ির মহানগরীক গৌতম দেব ও পুলিশ কমিশনার জমায়েত স্থল ও মিছিলের রুট পরিদর্শন করেন। মেয়র জানান প্রায় ১৫-২০ হাজার মানুষ শিলিগুড়ি শহর ও মহকুমা এলাকা থেকে বর্ণাঢ্য এই শোভাযাত্রায় সামিল হবে। ধিমাল,নেপালি আদিবাসী সমুদয় এর মানুষ নিজ কৃষ্টি সংস্কৃতির প্রদর্শন করবে। ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি পালকি, থাকবে শোভাযাত্রায়।

আরও পড়ুন – ট্রেনে কাটা পরে দুই ছাত্রীর মৃত্যুতে শোকের ছায়া ধুম ডাঙ্গী এলাকায়

বহু ক্লাব নিজ উৎসাহে ট্যাবলো নিয়ে হাজির থাকছে। পুরনিগমের তরফে মহিষাসুর মর্দিনী, গ্রামীন দুর্গাপুজো, নগরীর জাঁকজমক পুর্ন দুর্গোৎসব থাকবে পৃথক ট্যাবলোতে।একই সঙ্গে প্রচুর ছাত্রছাত্রীরা পতাকা হাতে সামিল হবে শোভাযাত্রায়। থাকবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বড় অংশ। উত্তরবঙ্গের পরিচয়বাহক সাত সুরে সাত জনজাতির লোক সংস্কৃতির ব্যান্ড থাকবে পদযাত্রায়। বাউল, সান্তালি, বাম্বু ডান্স, জিটিএ স্কুল ব্যান্ড, লোক গীতি, তিস্তা বুড়ির নৃত্য, সবর। থাকছে পুলিশ ব্যান্ড, মহিলা উইনার্স টিম।

 

অন্যদিকে শিলিগুড়ি মহকুমার থেকে শহর পরিক্রমা করবে গ্রামীন আদিবাসী জনজাতির দুর্গাপুজোর আচার অনুষ্ঠানের প্রতীকী স্বরূপ ট্যাবলো। শহরের ট্যাফিক পরিস্থিতি সামালে বুধবার ১টা থেকে ওয়ানওয়ে থাকবে। ডিসিপি ট্যাফিক অভিষেক গুপ্তা জানান পদযাত্রা ও কাজে যাতায়াত করা মানুষের যাতে কোনো সমস্যা না হয় সেভাবে রুটে বদল আনা হয়েছে।তরাই তারাপদ স্কুল থেকে বাঘাযতিন পার্ক পর্যন্ত তিন কিমি শোভা যাত্রা হবে। সেজন্য ফ্লাই ওভার ফাঁকা রাখা হবে। টিকিয়া পাড়া থেকে ট্যাফিকের ওয়ান ওয়ে করা হবে। গোপাল মোড়থেকে একইভাবে ফুলেশ্বরি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে রুট।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top