শিল্পের বিকাশ ঘটাতে বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শিল্পের বিকাশ ঘটাতে বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়া, ২৮শে নভেম্বর :রাজ্যের শিল্পে পিছিয়ে পড়া দুই জেলা পুরুলিয়া ও বাঁকুড়ায় শিল্প তৈরীর জন্য এবার এই দুই জেলা মিলিয়ে একটি ইন্ড্রাস্ট্রিয়াল করিডর গড়ে তুলছে রাজ্য সরকার । বুধবার বাঁকুড়ার শালতোড়া নেতাজী সেন্টিনারি কলেজ গ্রাউন্ডে দুই জেলার মিলিত প্রশাসনিক বৈঠকে এই কথা ঘোষনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পাশাপাশি, বীরভুমে প্রস্তাবিত বৃহত্তম কয়লা খনি গড়ে তোলার কাজে কেন্দ্রীয় সরকার গড়িমসি করছে বলেও অভিযোগ তোলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন বীরভূমের এই কয়লা শিল্প গড়লে দক্ষিণবঙ্গে প্রায় এক লক্ষ বেকারের কর্ম সংস্থান হবে। এদিন, একশ দিনের কাজের হাজরি দিতে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক গুলি তিনমাস অযথা দেরি করছে বলে অভিযোগ তুলে এবার একশ দিনের মজুরি রাজ্য সমবায় ব্যাঙ্কের মাধ্যমে বিলি করা হবে বলেও তিনি ঘোষনা করেন।

রাজ্যের বিরোধী দুই দল বিজেপির সাথে আঁতাত করে রাজ্যে সর্বনাশের চেষ্টয় আছে। তাই এদের আটকানোরও দাওয়াই দেন তিনি।এদিন দুপুরে শালতোড়ার প্রশাসনিক সভার শেষে বাঁকুড়া রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top