শিশমহল তৈরি হলো আসানসোলে। আসানসোলের বিখ্যাত ভাস্কর সুশান্ত রায়ের উদ্যোগে তারই বাড়িতে একটি ওয়াক্স মিউজিয়াম এবং শিশ মহলের উদ্বোধন হল সম্প্রতি। উদ্বোধন করলেন বেলুড় মঠের মহারাজ স্বামী বলভদ্রনন্দজী।
জানা গিয়েছে, কোটি টাকা খরচ করে বানানো হয়েছে শিশমহল। রাজস্থানের যে ধরনের শিশমহল থাকে ঠিক সে রকম। তবে এই রাজ্যে এখনও পর্যন্ত এই ধরনের শিশমহল দেখা যায় না বলেই দাবি করেছেন শিল্পী নিজে। এই শিশ মহল বানাতে রাজস্থানের আরও একজন শিল্পী সহায়তা করেছেন।
সমস্ত কাঁচ আনা হয়েছে আজমেড় থেকে। অভূতপূর্ব শিশ মহল দেখলে চোখ জুড়িয়ে যাবে। এছাড়াও মোমের মূর্তি বানানো সুশান্ত রায় বহু বছর ধরেই বিখ্যাত। কলকাতার মাদার ওয়াক্স মিউজিয়ামে তাঁর তৈরি অনেক মুর্তি আছে। এবার সেই আদলেই তাঁর বাড়িতেই একটি মোমের মুর্তির মিউজিয়াম তৈরি করেছেন তিনক।
আর ও পড়ুন অন্ধ প্রেমিক পেয়ে খুশি এই তরুণী! কেন জানেন?
সেই মিউজিয়ামের ঠাঁই পেয়েছে নতুন মুর্তি নিরজ চোপড়ার। এত নিখুঁত এবং এত তাড়াতাড়ি বানিয়েছেন সুশান্ত রায় চোখ জুড়িয়ে যায়। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে জ্যোতি বসু,অমিতাভ বচ্চন, সৌমিত্র চট্টোপাধ্যায় সহ আরও বিভিন্ন মনীষীও খেলোয়ারদের মূর্তি রয়েছে। এই মিউজিয়ামে যে কোন সাধারণ মানুষ ১০০ টাকা টিকিট এর বিনিময়ে এই মিউজিয়াম এবং শিশ মহল দর্শন করতে পারে।
উল্লেখ্য, শিশমহল তৈরি হলো আসানসোলে। আসানসোলের বিখ্যাত ভাস্কর সুশান্ত রায়ের উদ্যোগে তারই বাড়িতে একটি ওয়াক্স মিউজিয়াম এবং শিশ মহলের উদ্বোধন হল সম্প্রতি। উদ্বোধন করলেন বেলুড় মঠের মহারাজ স্বামী বলভদ্রনন্দজী। জানা গিয়েছে, কোটি টাকা খরচ করে বানানো হয়েছে শিশমহল। রাজস্থানের যে ধরনের শিশমহল থাকে ঠিক সে রকম। তবে এই রাজ্যে এখনও পর্যন্ত এই ধরনের শিশমহল দেখা যায় না বলেই দাবি করেছেন শিল্পী নিজে। এই শিশ মহল বানাতে রাজস্থানের আরও একজন শিল্পী সহায়তা করেছেন।