নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর ১৫ জানুয়ারি ২০২১ :শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করার হিড়িক উঠে ছিল, যাতে অনেকটাই অস্বস্তির মধ্যে পড়েছিল জেলা তৃণমূল থেকে শুরু করে রাজ্য তৃণমূল, কার্যত এই বিষয় নিয়ে চাপ এসেছিল অধিকারী পরিবারে।
রাজ্য তৃণমূলের ঘোষণা অনুযায়ী পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা পর্ষদের দায়িত্ব থেকে শিশির অধিকারীর পরিবর্তে দায়িত্ব দেওয়া হলো অখিল গিরিকে। তারপরেই জেলা তৃণমূলের সভাপতির পদ থেকে অবশেষে শিশির অধিকারীর পরিবর্তে দায়িত্ব দেওয়া হল মন্ত্রী সৌমেন মহাপাত্র কে। বৃহস্পতিবার তমলুক তৃণমূল দলীয় কার্যালয় ভবনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই দিন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতৃত্বের ওপর তোপ দাগলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। পাশাপাশি তিনি আরো বলেন আগামী ১৯শে জানুয়ারি নন্দীগ্রামে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভাতে বিভিন্ন জেলা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে তৃণমূল কর্মী সমর্থক সাধারণ মানুষ আসবেন, এদিন ৩ লক্ষাধিক মানুষ ওই সভাতে উপস্থিত থাকবেন এমনটাই জানান মন্ত্রী সৌমেন মহাপাত্র। পাশাপাশি পাল্টা সবার ক্ষেত্রে তিনি বলেন পাল্টা সভা করতে পারেন এটা গণতন্ত্র রাজ্য, এখানে সব দলের অধিকার সমান রয়েছে।