নিজের চার মাসের শিশুকন্যাকে আছাড় মেরে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরশুড়ার শ্যামপুর পঞ্চায়েতের ফুলপুকুর গ্রামে। মৃত শিশুর নাম পিয়ালি মালিক।ঘটনার পর মৃত ওই শিশুকন্যার মা প্রিয়া মালিকের অভিযোগের ভিত্তিতে পুরশুড়া পুলিশ অভিযুক্ত সমীর মালিককে গ্রেপ্তার করেছে।
ঘটনা প্রসঙ্গে প্রিয়ার দাবী,দ্বিতীয়বার শিশুকন্যা জন্ম দেওয়ার পর থেকেই তার স্বামী সমীরের ক্ষোভ ছিল সদ্যযাতের উপর। পুত্রসন্তান চেয়েছিল সমীর কিন্তু পরপর দুবার কন্যা সন্তান হওয়ায় প্রায়শই সে নিজের ক্ষোভ উগরে দিত ছোট্টো পিয়ালি ও তার মা প্রিয়ার উপর।
এদিনও রাজমিস্ত্রীর কাজ থেকে ফিরে মেয়েকে কাঁদতে দেখে মেয়েকে শ্বাসরোধ করে মেঝেতে আছাড় মারে সমীর।ঘটনাস্থলেই মৃত্যু হল শিশুটির। এদিকে ঘটনার পর হুগলী জেলার পুরশুড়া থানায় অভিযোগ দায়ের করে মৃত শিশুটির মা।। অভিযোগের ভিত্তিতে পুরশুড়া পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল থেকেই অভিযুক্ত সমীর মালিককে গ্রেপ্তার করে।
আর ও পড়ুন উত্তর দিনাজপুরের দুটি পুরসভায় চাপের মুখে প্রার্থী বদল তৃণমূলের
উল্লেখ্য, নিজের চার মাসের শিশুকন্যাকে আছাড় মেরে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরশুড়ার শ্যামপুর পঞ্চায়েতের ফুলপুকুর গ্রামে। মৃত শিশুর নাম পিয়ালি মালিক।ঘটনার পর মৃত ওই শিশুকন্যার মা প্রিয়া মালিকের অভিযোগের ভিত্তিতে পুরশুড়া পুলিশ অভিযুক্ত সমীর মালিককে গ্রেপ্তার করেছে।ঘটনা প্রসঙ্গে প্রিয়ার দাবী,দ্বিতীয়বার শিশুকন্যা জন্ম দেওয়ার পর থেকেই তার স্বামী সমীরের ক্ষোভ ছিল সদ্যযাতের উপর।
পুত্রসন্তান চেয়েছিল সমীর কিন্তু পরপর দুবার কন্যা সন্তান হওয়ায় প্রায়শই সে নিজের ক্ষোভ উগরে দিত ছোট্টো পিয়ালি ও তার মা প্রিয়ার উপর। এদিনও রাজমিস্ত্রীর কাজ থেকে ফিরে মেয়েকে কাঁদতে দেখে মেয়েকে শ্বাসরোধ করে মেঝেতে আছাড় মারে সমীর।ঘটনাস্থলেই মৃত্যু হল শিশুটির। এদিকে ঘটনার পর পুরশুড়া থানায় অভিযোগ দায়ের করে মৃত শিশুটির মা। অভিযোগের ভিত্তিতে পুরশুড়া পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল থেকেই অভিযুক্ত সমীর মালিককে গ্রেপ্তার করে।