শিশুকে কোলে নিয়ে নিরুদ্দেশ স্বামীর খোঁজে প্রতিমা!

শিশুকে কোলে নিয়ে নিরুদ্দেশ স্বামীর খোঁজে প্রতিমা!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শিশুকে কোলে নিয়ে স্বামীর খোঁজে চোখে জল নিয়ে ৬ মাস ধরে হন্নে হয়ে স্বামীকে খুঁজছেন স্ত্রী র। আর অচেনা অজানা মানুষ গুলোকে দেখেই প্রতিমা তার স্বামী ছবি দেখিয়ে বলছে”এটা আমার স্বামী দেখেছেন কেউ একটু বলুন না”! স্ত্রীর অভিযোগ স্বামী অন্য মহিলা নিয়ে এই দাসপুরে রাজনগর এলাকায় সংসার পেতেছে, লোক মুখে শুনেছেন, তাই অন্যান্য দিনের মতোই স্বামী খোঁজে স্ত্রী বেরিয়ে পড়ে।

 

কোলে ছোট্ট শিশু নিয়ে চন্দ্রকোনার নতুন হাটের বাসিন্দা প্রতিমা রুইদাস ৬ মাস ধরে স্বামী খোঁজে। প্রতিমার দাবি তাঁর স্বামী বাপী রুইদাস পেশায় গাড়ি চালক। তাঁদের বছর চারের এক পুত্র সন্তান রয়েছে। মাস ছয়েক আগে রাতের অন্ধকারে বাড়ি থেকে সোনা দানা ও টাকা পয়সা নিয়ে এক মহিলার সাথে উধাও হয়। স্থানীয় থানায় গিয়েও স্বামী নিরুদ্দেশ হয়ে যাওয়ার অভিযোগ জানান। এখনো স্বামীর কোনো হদিস মেলেনি। অন্যদিকে স্বামীর নামে একাধিক লোন থাকায় বাড়িতে একের পর লোন পরিশোধের চিঠি আসছে। প্রতিমার নিজস্ব কোনো আয়ের তেমন উৎস না থাকায় চরম আর্থিক অনটনের পাশাপাশি মানসিক চাপে দিশেহারা।

আরও পড়ুন – বনদপ্তরের অনুমতি না নিয়ে শিক্ষা দপ্তর কাটল বিরাট অশ্বত্থ গাছ, চাঞ্চল্য রায়গঞ্জে

স্ত্রী জানান তাঁর কাছে খবর আছে বাপী বর্তমানে সেই মহিলাকে নিয়ে দাসপুরের রাজনগর এলাকায় আত্মগোপন করেছে। স্বামীর খোঁজেই মূলত তিনি দাসপুরের এই রাজনগর গ্রামে এলাকা এলাকায় স্বামীর ছবি নিয়ে খুঁজে বেড়াচ্ছেন কোলে ছোট শিশুটিকে নিয়ে। অন্যদিকে গ্রামবাসীদের অনেকেই জানাচ্ছেন এই বাপীর মত দেখতে এক ব্যক্তিকে মাঝে মধ্যে এলাকায় দেখা গেছে। তবে তিনি ঠিক কোন জায়গায় থাকছেন তা তাদের জানা নেই। এখন দেখার প্রশাসনের সহায়তা ছাড়াই প্রতিমা তার কলের পুত্র সন্তানটিকে নিয়ে স্বামীর কাছে পৌঁছাতে পারেন কিনা। প্রতিমা সংবাদ মাধ্যমের কাছেও আবেদন করেন তার স্বামীকে খুঁজে তার কাছে পৌঁছে দেবার জন্য।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top