ভাইরাল – মধ্যপ্রদেশের কাটনি জেলার কোঠি গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এক অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দুপুরে মিড-ডে মিল সারতে মাটিতে বসে থাকা শিশুরা যে খাবার খাচ্ছিল, সেই একই খাবার খেতে হাজির হয় এক জোড়া ছাগল। শিশুদের জন্য পরিবেশিত খাবারের সঙ্গে ছাগলদেরও ভাগ বসানোর মুহূর্তটি সমাজমাধ্যমে ভাইরাল হয়।
জানা যায়, ওই এলাকায় সরকারি কোনো স্কুল না থাকার কারণে একটি বেসরকারি জায়গায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিচালিত হয়। শিশুরা মাটিতে বসে খাবার খাচ্ছিল, সেই সময় কেন্দ্রে উপস্থিত ছিলেন না অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকারী। এমন পরিস্থিতিতে ছাগলদের খাবারের জন্য একই খাবার পরিবেশন করা হয়। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর জেলা পঞ্চায়েতের প্রধান নির্বাহী কর্মকর্তা হরসিমরনপ্রীত কউরের নজরে আসে ঘটনা।
ঘটনার পর প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের তরফে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার অনিতা প্রধান এবং অঙ্গনওয়াড়ি কর্মী মীনা বৈগারের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।




















