মৃত দুই শিশুর পরিবারের পাশে জেলা সভাপতি। মৃত দুই শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন মালদহ জেলা কংগ্রেস সভাপতি আবদূর রহিম বক্সী। এদিন তিনি শোকস্তদ্ধ পরিবারের সাথে দেখা করেন।কথা বলেন তাদের সাথে।আর্থিক সাহায্য করেন।পাশাপাশি সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন।বিধায়কের সাথে ছিলেন চাঁচোল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব।উল্লেখ্য,গত মঙ্গলবার মালদহের চাঁচল থানার দক্ষিণ হারোহাজরা গ্রামে জলে ডুবে মৃত্যু হয় দুই শিশুর।গ্রামের পাশে একটি ইটভাটার খাদে পড়ে মৃত্যু হয়।ঘটনার পরে এলাকায় শোকের আবহ তৈরী হয়।এ বিষয়ে মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদূর রহিম বক্সী বলেন,এটি মর্মান্তিক ঘটনা। মৃতদের পরিবারগুলো দুঃস্থ।তাদের পাশে থাকব।
উল্লেখ্য, মৃত দুই শিশুর পরিবারের পাশে জেলা সভাপতি। মৃত দুই শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন মালদহ জেলা কংগ্রেস সভাপতি আবদূর রহিম বক্সী।এদিন তিনি শোকস্তদ্ধ পরিবারের সাথে দেখা করেন।কথা বলেন তাদের সাথে।আর্থিক সাহায্য করেন।পাশাপাশি সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন।বিধায়কের সাথে ছিলেন চাঁচোল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব।উল্লেখ্য,গত মঙ্গলবার মালদহের চাঁচল থানার দক্ষিণ হারোহাজরা গ্রামে জলে ডুবে মৃত্যু হয় দুই শিশুর।গ্রামের পাশে একটি ইটভাটার খাদে পড়ে মৃত্যু হয়।ঘটনার পরে এলাকায় শোকের আবহ তৈরী হয়।এ বিষয়ে মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদূর রহিম বক্সী বলেন,এটি মর্মান্তিক ঘটনা। মৃতদের পরিবারগুলো দুঃস্থ।তাদের পাশে থাকব।
আরও পড়ুন – ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পৃথক তিনটি পরিবার
উল্লেখ্য, মৃত দুই শিশুর পরিবারের পাশে জেলা সভাপতি। মৃত দুই শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন মালদহ জেলা কংগ্রেস সভাপতি আবদূর রহিম বক্সী।এদিন তিনি শোকস্তদ্ধ পরিবারের সাথে দেখা করেন।কথা বলেন তাদের সাথে।আর্থিক সাহায্য করেন।পাশাপাশি সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন।বিধায়কের সাথে ছিলেন চাঁচোল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব।উল্লেখ্য,গত মঙ্গলবার মালদহের চাঁচল থানার দক্ষিণ হারোহাজরা গ্রামে জলে ডুবে মৃত্যু হয় দুই শিশুর।গ্রামের পাশে একটি ইটভাটার খাদে পড়ে মৃত্যু হয়।ঘটনার পরে এলাকায় শোকের আবহ তৈরী হয়।এ বিষয়ে মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদূর রহিম বক্সী বলেন,এটি মর্মান্তিক ঘটনা। মৃতদের পরিবারগুলো দুঃস্থ।তাদের পাশে থাকব।