জীবনের দৌরে যে সবসময় প্রথম হতে হবে তার কোনও মানে নেই। এই সহজ কথাটা যদি সব বাবা মা-রা বুঝত, তাহলে আজকে NCRB-এর রিপোর্ট অন্য কথা বলতো। সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো একটি রিপোর্ট প্রকাশ করেছে। যেখানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
রিপোর্ট অনুযায়ী ২০১৭ সাল থেকে ২০১৯ সালের মধ্যে প্রায় ২৪ হাজারেরও বেশি নাবালক-নাবালিকা আত্মহত্যা করেছে। এই তালিকায় সবার উপরে রয়েছে মধ্য প্রদেশের নাম। এরপরই দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। রিপোর্ট অনুযায়ী এই আত্মহত্যার সব থেকে বড় কারণ হলো পরীক্ষায় ফেল করা।
পশ্চিমবঙ্গে প্রায় ২ হাজার ৮০২ জন আত্মহত্যার পথ বেঁচে নিয়েছে। মনবিদদের মতে, ছোটরা অনেক সময়ই আবেগপ্রবণ হয়ে আত্মহত্যার মতো চরম পদক্ষেপ গ্রহণ করে। এছাড়াও এখন বাচ্চাদের উপর পরিবারের সঙ্গে সামাজিক চাপও প্রবল লক্ষ্য করা যায়। আর সেই চাপ মেটাতে গিয়ে বাচ্চাদের শৈশব নষ্ট হয়। যা তাঁদের মনে খারাপ প্রভাব ফেলে। যার ফলে আত্মহত্যার মতো এতো বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে ওরা।