
কন্যাশ্রী দিবসের দিন পাঁচ হাজার টাকার বিনিময়ে সদ্যোজাত শিশু কন্যাকে বিক্রির অভিযোগ উঠল তার মায়ের বিরুদ্ধে। শনিবার আট তম বর্ষ কন্যাশ্রী দিবস একদিকে যখন ধুমধাম করে পালন করছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন, ঠিক সেই সময় সদ্যজাত কন্যা সন্তানকে বিক্রির মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটলো মেদিনীপুর শহরে। হাতেনাতে এলাকাবাসীরা ধরে তুলে দিল কোতোয়ালী থানার পুলিশের হাতে।ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মেদিনীপুর শহরে।
আর ও পড়ুন সরকারি চাকরি পেতে Maobadi তকমা পাওয়ার হিড়িক জঙ্গলমহল জুড়ে
স্থানীয় সুত্রে জানা গিয়েছে মেদিনীপুর শহরের ইন্দ কুড়ি এলাকার এক মহিলা শুক্রবারই জন্ম দেয় এক কন্যাসন্তানের। মাস পাঁচেক আগেই ওই মহিলার স্বামী মারা যায়। এরপর নতুন করে সন্তান জন্ম দেওয়ায় পরিবারের অন্যান্য সদস্যরা সদ্যোজাত কন্যা সন্তানসহ চার বাচ্চা ও মাকে বের করে দেয় বাড়ি থেকে।
এরপরই নিরুপায় হয়ে প্রসূতি মা মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় নিজের কন্যাসন্তানকে শনিবার ৫০০০ টাকার বিনিময়ে বিক্রি করে দেয় বলে অভিযোগ। ঘটনা শুনেই প্রতিবেশীরা খবর দেয় মেদিনীপুর এর কোতোয়ালী থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তিন সন্তান ও মা কে নিয়ে আসে থানায়। পরে বিক্রি করে দেওয়া শিশুকন্যাটিকে উদ্ধার করে কোতোয়ালী থানার পুলিশ।
ওই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মেদিনীপুর শহরে। কি কারনে সদ্যোজাত শিশু কন্যাকে তার মা পাঁচ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিল তা খতিয়ে দেখার জন্য কোতোয়ালী থানার পুলিশ তদন্ত শুরু করেছে ।সেই সঙ্গে পুলিশের পক্ষ থেকে ওই শিশুটির মাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুটির মা ওই ঘটনার জন্য তার পরিবারের অন্যান্য সদস্যদের দায়ী করেছে বলে জানা যায়।
তিনি বলেন আমি অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় গত পাঁচ মাস আগে আমার স্বামী মারা যায়। তারপরে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার উপর অত্যাচার করতে শুরু করে। শুক্রবার আমি একটি কন্যা সন্তানের জন্ম দেয়। তারপর আমার চার সন্তানসহ আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তখন আমি নিরুপায় হয়ে আমার শিশুকন্যাকে পাঁচ হাজার টাকার বিনিময়ে বিক্রি করতে বাধ্য হয়েছি বলে তিনি জানান।