নিউজ ডেস্ক, মুর্শিদাবাদ, ২ ফেব্রুয়ারি, আর্থিক-সামাজিকভাবে পিছিয়ে থাকা শিশু-কিশোরদের নিয়ে গড়ে উঠেছে “অবৈতনিক শিক্ষাদান ও শিশু বিকাশ কেন্দ্র”। এই কেন্দ্রের উদ্যোগে রবিবার খাগড়া জি টি আই হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।এর সহযোগিতায় ছিল চাইল্ড ইন নীড ইন্সটিটিউট। মোট ২৬টি ইভেন্টে ১২০ জন প্রতিযোগী অংশ নেয়। এছাড়াও অভিভাবক – অভিভাবিকাদের জন্য ছিল আলাদা প্রতিযোগিতা।
এদিন প্রদীপ প্রজ্জ্বলিত করে অনুষ্ঠানের সূচনা করেন খাগড়া জি টি আই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড: সন্দীপ দাশগুপ্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবৈতনিক শিক্ষাদান ও শিশু বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা শিক্ষক কুশলকুমার বাগচী, জেলার বিশিষ্ট সমাজসেবী অশোক দাস, এস বি সি সি সেলের জেলা সমন্বয়কারী রূপেশকুমার দাস, চাইল্ড ইন নীড ইনস্টিটিউটের সহ পরিচালক জয়ন্ত চৌধুরী, ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক সব্যসাচী ব্যানার্জী, বিশিষ্ট সমাজসেবী তুষার দে, স্বরূপ দাস, রণেন্দ্রনাথ ভট্টাচার্য, শিক্ষক প্রভাত সরকার প্রমুখ বিশিষ্ট ব্যক্তিগণ। এই ক্রীড়া প্রতিযোগিতা দেখতে স্থানীয় মানুষের উপস্থিতি এবং উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।