শিশু চুরি কাণ্ড: ফুলবাগান থানার তৎপরতায় কয়েক ঘণ্টায় উদ্ধার ৬ মাসের শিশু

শিশু চুরি কাণ্ড: ফুলবাগান থানার তৎপরতায় কয়েক ঘণ্টায় উদ্ধার ৬ মাসের শিশু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দক্ষিন 24 পরগণা – বাসে আলাপ থেকে শুরু, তারপর ফুলবাগান শিশু হাসপাতালে পৌঁছে ঘটে অপ্রত্যাশিত ঘটনা। সোমবার সকালে ছয় মাসের শিশুকে অপহরণের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক মহিলা ওই দুধের শিশুকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন। দ্রুত তদন্তে নামে ফুলবাগান থানার পুলিশ। উত্তর কাশীপুর থানার সহযোগিতায় ভাঙড়ের নিবুন্ধিয়া গ্রাম থেকে শিশুটি উদ্ধার হয় সন্ধের আগেই। গ্রেফতার করা হয় অভিযুক্ত শ্যামলী মণ্ডলকে, যিনি শ্যামলী মণ্ডল ওরফে সাবিনা বিবি নামে পরিচিত।

ভাঙড়ের ছেলেগোয়ালিয়া গ্রামের মনিরুল মোল্লা ও মঞ্জিলা বিবির একমাত্র সন্তান মাহির মোল্লা কিছুদিন ধরে অসুস্থ থাকায় সোমবার সকালে মা মঞ্জিলা তাকে নিয়ে বাসে করে ফুলবাগান শিশু হাসপাতালে যাচ্ছিলেন। বাসেই আলাপ হয় নিবুন্ধিয়ার গৃহবধূ শ্যামলীর সঙ্গে। তিনি নিজেকে হাসপাতালের নার্স পরিচয় দিয়ে শিশুটিকে কোলে নেন। হাসপাতালে পৌঁছে চিকিৎসক ওষুধ লিখে দিলে মঞ্জিলা ওষুধ আনতে যান। সেই সুযোগেই শিশুকে নিয়ে উধাও হয়ে যায় মহিলা। ফিরে এসে ছেলেকে না পেয়ে মঞ্জিলা তৎক্ষণাৎ ফুলবাগান থানায় অভিযোগ জানান।

অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং ফুটেজ বিভিন্ন থানায় পাঠানো হয়। কাপড়ের একটি ছোট ব্যাগের সূত্রে তদন্তে বড় অগ্রগতি হয়। ব্যাগে থাকা কাশীপুর থানা ও নিবুন্ধিয়া গ্রামের নাম দেখে পুলিশ উত্তর কাশীপুর থানার সঙ্গে যোগাযোগ করে। এরপর সন্দেহভাজন মহিলার বর্ণনা ছড়িয়ে দেওয়া হয় গ্রামাঞ্চলে। পুলিশ জানতে পারে, শ্যামলী নামে এক মহিলা একটি শিশু নিয়ে বাড়িতে ফিরেছেন। দ্রুত বাড়ি ঘিরে ফেলে পুলিশ শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে।

অল্প কয়েক ঘণ্টার মধ্যেই সন্তানকে ফিরে পেয়ে খুশির অশ্রু ঝরে পড়ে পরিবারের চোখে। শিশুটির মা ও পরিবারের সদস্যরা কৃতজ্ঞতায় ধন্যবাদ জানান পুলিশকে, যাদের দ্রুত পদক্ষেপে রক্ষা পেল মাত্র ছয় মাসের এক শিশু।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top