এডুকেশন ফাউন্ডেশন এর উদ্যোগে শুক্রবার ময়নাগুড়ি শহীদগড় উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হলো শিশু বিজ্ঞান মেলার। জানা গেছে, প্রথম এডুকেশন ফাউন্ডেশন নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করছে। সেরকমই স্কুলের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে এই শিশু বিজ্ঞান মেলার আয়োজন করা হয় শহীদগড় উচ্চ বিদ্যালয়ে।
স্কুল সূত্রে জানা গেছে, গত চারদিন ধরে স্কুলের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। সেই কর্মশালায় ছাত্রছাত্রীরা বেশ কিছু বিজ্ঞান মডেল তৈরি করেছে। শুক্রবার সেগুলিকে নিয়ে প্রদর্শনী এবং তার ব্যাখ্যা করা হয়। এদিনের এই বিজ্ঞান মেলায় উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় , ময়নাগুড়ি বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এই বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য জয় বিশ্বাস বলেন,”আমরা এর আগে বিভিন্ন বেসরকারি বিদ্যালয়ে এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে এই বিজ্ঞান মেলা করেছি।
খুব সাফল্যের সঙ্গে এই বিজ্ঞান মেলায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছেন।” শহীদগড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দীপক চক্রবর্তী বলেন,”প্রথম এডুকেশন ফাউন্ডেশন নামক স্বেচ্ছাসেবী সংগঠনটি আমাদের স্কুলে আসে এবং বিজ্ঞান মেলা করার বিষয়টি জানায়। গত চার দিন থেকে একটি কর্মশালা হয় ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে। তারা বেশকিছু মডেল তৈরি করেছে। সেই মডেল গুলি আজ প্রদর্শনী ও তার ব্যাখ্যা ছাত্রছাত্রীরা করবেন। আমি চাই স্কুলের ছাত্রছাত্রীরা বিজ্ঞান বিষয়ে আরো এগিয়ে যাক।”
আরও পড়ুন- ডিজে বক্স বাজানো বন্ধে সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদের কড়া নির্দেশ
উল্লেখ্য, এডুকেশন ফাউন্ডেশন এর উদ্যোগে শুক্রবার ময়নাগুড়ি শহীদগড় উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হলো শিশু বিজ্ঞান মেলার। জানা গেছে, প্রথম এডুকেশন ফাউন্ডেশন নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করছে। সেরকমই স্কুলের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে এই শিশু বিজ্ঞান মেলার আয়োজন করা হয় শহীদগড় উচ্চ বিদ্যালয়ে।