শিশু মৃত্যুতে হাসপাতালে বিক্ষোভ

শিশু মৃত্যুতে হাসপাতালে বিক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শিশু মৃত্যুতে হাসপাতালে বিক্ষোভ। চিকিৎসার গাফিলতিতে শিশুর মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতলে বিক্ষোভ দেখালেন এলাকার সাধারণ মানুষ ও তার পরিবার। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের নলমুড়ি ব্লক হাসপাতালে। ২ মাস বয়সের মৃত শিশুর নাম আমিনুর ঢালী। ওই শিশু জন্মানোর পর তার নানার বাড়ি ভাঙড়ের নলমুড়ি গ্রামে ছিল। এদিন তার জ্বর ও শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দেয়। তখনই তার পরিবারের লোকজন ওই শিশুকে নিয়ে নলমুড়ি ব্লক হাসপাতালে নিয়ে আসে।

 

অভিযোগ ওই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দীর্ঘ সময় ধরে শিশুর শারীরিক পরীক্ষা না করে ফেলে রেখে দেন। পরে ওষুধ লিখে দিয়ে তার পরিবারকে কিনে আনতে বলে। ওষুধ খাওয়ানোর পর শিশুর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপরই ওই চিকিৎসক শিশুকে অন্যত্র রেফার করে দেন। ওই শিশুকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। এই ঘটনার পর ওই শিশুর পরিবার এবং স্থানীয় লোকজন নলমুড়ি ব্লক হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে।

আরও পড়ুন – সাঁত্রাগাছি ঝিলের বর্তমান অবস্থা দেখে তিনি মর্মাহত। মনে হচ্ছে ঝিল অনাথ হয়ে গেছে, প্রতিক্রিয়া পরিবেশকর্মী সুভাষ দত্তের

এমনকি তারা অভিযুক্ত চিকিৎসককে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে হাসপাতালের গেটে তালা লাগিয়ে দেয়।
এ বিষয়ে ওই শিশুর দাদু আলামিন ঘরামি বলেন, আমার নাতির জ্বর ও শ্বাসকষ্ট জনিত সমস্যা হচ্ছিল। নলমুড়ি হাসপাতালে নিয়ে আসার পর দীর্ঘ সময় চিকিৎসক তাকে না দেখে অন্য ঘরে বসেছিলেন। সময়মতো চিকিৎসা করা হলে আমার নাতি বেঁচে যেত।
এ বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক মিলন মহান বলেন, একটি অভিযোগ পেয়েছি। শিশু মৃত্যুতে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top