শিশু হনুমানের প্রেমে পড়লেন মুনমুন , জড়ালেন বিতর্কে

শিশু হনুমানের প্রেমে পড়লেন মুনমুন , জড়ালেন বিতর্কে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান, ২১ শে এপ্রিল :শিশু হনুমানের প্রেমে পড়লেন মুনমুন , জড়ালেন বিতর্কে

শনিবার রাত্রে পশ্চিম বর্ধমান জেলার দক্ষিণখন্ড ধর্মরাজতলায় আসানসোলের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মুনমুন সেনের সমর্থনে একটি জনসভার আয়োজন করা হয় । সেখানে একটি ছোট হনুমানের বাচ্চা কে নিয়ে মুনমুন সেন আদর করতে থাকেন । গোটা সভাতেই ওই হনুমান শাবকটিকে কোলে নিয়ে বসে থাকেন তিনি । আর তা দেখে উপস্থিত জনতা উল্লাসে ফেটে পড়ে । কিন্তু ওই শিশু হনুমানটি কে নিয়ে এল , কোথা থেকে এল , তা বিস্তারিত জানা যায়নি । তবে ভোট প্রচারের মঞ্চে এভাবে হনুমানকে ব্যাবহার করা আদৌ নির্বাচনী বিধিতে পড়ে কিনা , তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক । বন্যপ্রানীকে এভাবে নির্বাচনী মঞ্চে কি আদৌ ব্যাবহার করা যায় ? গত পরশুই গিয়েছে হনুমান জয়ন্তী । সেই ভাবাবেগ কে কাজে লাগাতে এই হনুমান প্রীতি ? উঠছে প্রশ্ন ।

প্রশ্ন তুলেছেন পশ্চিম বর্ধমান বিজেপি জেলা সভাপতি লক্ষন ঘোড়ুই । তিনি সাফ জানান যে এভাবে বন্যপশুকে নির্বাচনী কাজে ব্যাবহার করা যায়না , এ নির্বাচনী বিধিভঙ্গের সামিল । এর বিরূদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছেন তিনি , এমনই জানিয়েছেন । এর পাশাপাশি হনুমান শাবককে রাজনীতির ময়দানে ব্যাবহারেরও তীব্র সমালোচনা করেছেন তিনি । তিনি বলেন যে কিছুদিন আগেও বিজেপিকে “হনুমানের দল ” বলে কটাক্ষ করত তৃণমূল । এখন তারাই সাড়ম্বরে রামনবমী , হনুমান জয়ন্তী পালন করছে ।

অন্যদিকে সিপিএমও বিধিভঙ্গের অভিযোগ তুলেছে । সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার জানান যে তৃণমূলের জন্য বিবেকানন্দ , রামমোহনের সংষ্কৃতি ভুলতে বসেছে বাংলার মানুষ । মুনমুন সেন যদি একটি গরীব বাচ্চাকে কোলে নিয়ে প্রচার করতেন , তাহলে তাকে দু হাত তুলে আশীর্বাদ করা হত , কিন্তু হনুমান শাবককে ব্যাবহার করে কি বার্তা দিচ্ছেন তিনি ? আগামী প্রজন্ম কি এই পথেই চলবে ? প্রশ্ন পঙ্কজ রায় সরকারের ।

দুর্গাপুরের বনাধিকারিক মিলন কান্তি মন্ডল সাফ জানালেন এটা সম্পুর্ন বে আইনী । হনুমান কিংবা বাঁদর , দুটিই বন্যপ্রানী আওতাভুক্ত । ১৯৭২ এর বন্যপ্রানী আইন অনুযায়ী কোনভাবেই নির্বাচনী প্রচারে বা মঞ্চে হনুমান শাবককে ব্যাবহার করা যায় না ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top