৭ ডিসেম্বর, শীতকাল এসেই গেল সাথে মানুষের প্রত্যহ স্নান করার প্রবণতা কমতে থাকল। শীতকালে স্নান করতে ভয় পান অনেকেই। সকালে উঠে গায়ে জল ঢালাটা সকলের পক্ষেই রীতিমত আতঙ্কের। কিন্তু আপনি এইটুকু ঠান্ডায় ভয় পাচ্ছেন তাহলে ভাবুন সেইসব সৈনিকের কথা, যারা দিনের পর দিন -৫০ ডিগ্রি তাপমাত্রায় দাঁড়িয়ে কীভাবে স্নান করবেন। আর স্নান না করার জন্য তাঁদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। তাই এবার জল ছাড়াই যাতে স্নান করা যায়, সেই ব্যবস্থাই করেছে এক সংস্থা।
Clensta নামে এক সংস্থা ‘স্বচ্ছ ভারত’ মিশনের অধীনে এই বিশেষ পদক্ষেপ নিতে চলছে। মূলত সেনাবাহিনীর কথা মাথায় রেখেই এই প্রোডাক্ট তৈরি করা হয়েছে। এই প্রোডাক্ট-এর বিশেষত্ব হল জলও লাগবে না অথচ স্নান করার মত হাইজিন রক্ষা করাও সম্ভব হবে।
এটি হল এক ধরণের জেল। শুধু স্নানই নয়, শ্যাম্পুর বিকল্প হিসেবেও কাজ করবে সেই প্রোডাক্ট।গায়ে লাগবেনা এক বিন্দুও জল।তবে শুধুই সেনা জওয়ানদের জন্য এই প্রোডাক্ট নয়। অসুস্থ মানুষরাও এই প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন। অনেক অসুস্থ মানুষ আছেন যাঁরা শয্যাশায়ী, তাঁদের পক্ষেও স্নান করা অসুবিধাজনক, তাই তাঁরাও এটি ব্যবহার করতে পারবেন।
ডার্মাটোলজিস্টদের দিয়ে এটির পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থার কর্ণধার পুনীত গুপ্তা।তিনি জানান, এতে শুধু শরীরের ময়লা পরিস্কার হবে তাই নয়।এটি ত্বক থেকে তেল, জীবাণুও সরিয়ে দেয়। ত্বকের পিএইচ লেভেলও ঠিক থাকে। সাথে এটি ত্বককে নরম রাখতেও সাহায্য করবে।