দক্ষিন 24 পরগণা- শীতের আবহে নিউমোনিয়ার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশে প্রবীণ নাগরিকদের মৃত্যুর খবর অনেক ক্ষেত্রে শোনা যায়। জ্বরে ভুগতে ভুগতে অসুস্থ হয়ে পড়েন অনেকে। এই পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য যৌথভাবে মৃত্যু এড়ানোর উদ্যোগ নিয়েছে। প্রবীণ নাগরিকদের বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে।
দেশজুড়ে কার্যক্রম চালু করার আগে কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে এই টিকাকরণ শুরু হতে চলেছে। স্বাস্থ্যভবন সূত্রে জানা গেছে, বাংলার মধ্যে সোনারপুর ব্লককে পাইলট প্রজেক্ট হিসেবে নেওয়া হয়েছে। এই টিকা নেওয়া ব্যক্তিদের বিমার আওতায় রাখা হবে। টিকা নেওয়ার পরে যদি শরীরে কোনও সমস্যা দেখা দেয়, হাসপাতালে ভর্তি হওয়ার খরচ বিমার আওতায় কভার করা হবে।
নবান্ন সূত্রে জানা গেছে, সোনারপুরে প্রায় ১৫০০ প্রবীণ নাগরিককে এই টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারিত হয়েছে। সোনারপুর ব্লকের ৬ব স্বাস্থ্যকেন্দ্রে টিকাকরণ কর্মসূচি চলবে। এই কার্যক্রমের জন্য বিশেষভাবে চিকিৎসক ও নার্স নিযুক্ত করা হয়েছে। কার্যক্রম শুরু করার আগে জেলা স্বাস্থ্য বিভাগ এলাকায় ব্যাপক প্রচার চালাবে, যাতে ভ্যাকসিন নিয়ে কোনও সংশয় না থাকে। প্রবীণদের সচেতন করার জন্য আশ্বাস ও তথ্য দেওয়ার কাজও করা হবে।
প্রতিটি প্রবীণকে ভ্যাকসিনের দুটি ডোজ দেওয়া হবে। এরপর আগামী দুই বছর তাঁরা নজরদারিতে থাকবেন। টিকার কার্যকারিতা এবং নেতিবাচক প্রভাব আছে কিনা তা মনিটর করা হবে। সব রাজ্য থেকে এই রিপোর্ট কেন্দ্রে জমা পড়বে এবং পর্যালোচনা শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই উদ্যোগের মাধ্যমে শীতকালীন নিউমোনিয়া ও ফ্লু সংক্রমণ কমানো ও প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে।




















