রাজ্য – রাজ্যজুড়ে হুহু করে নামছে পারদ। শীতের দাপটে ইতিমধ্যেই জমে গিয়েছে বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহ জুড়ে তাপমাত্রা আরও নামবে এবং আগামী সাত দিন রাজ্যে শীতের তীব্রতা বজায় থাকবে। বর্তমান পরিস্থিতিতে শীত নামার পথে কোনও বাধা নেই, ফলে দাপট দেখিয়েই এগোচ্ছে শীত। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১৫ ডিগ্রিতে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পারদ পৌঁছে গিয়েছে ১২ ডিগ্রির ঘরে, কোথাও কোথাও শিরশিরে ঠান্ডা পেরিয়ে কনকনে শীত স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।
উত্তরবঙ্গে তাপমাত্রার পতন আরও তীব্র। দার্জিলিংয়ে কয়েকদিন ধরেই পারদ ৫–৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে, শ্রীনিকেতনের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গিয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় রাতের তাপমাত্রা সিঙ্গেল ডিজিটে নামার রেকর্ড হয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলি—বিশেষত বাঁকুড়া (১১.২), পুরুলিয়া (১১.৪), পানাগড় (১১.৯) এবং কাঁথি (১২ ডিগ্রি)—উল্লেখযোগ্য ঠান্ডার সাক্ষী হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোমবার সকাল থেকে শীত বেশ স্পষ্টভাবে টের পাওয়া গিয়েছে।
শুধু ঠান্ডাই নয়, সঙ্গে বেড়েছে কুয়াশার দাপটও। রাজ্যের বিভিন্ন জায়গায় দৃশ্যমানতা কমে গিয়েছে, ফলে সকালবেলায় পথচলাতেও অসুবিধা হচ্ছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবারের তুলনায় আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও নেমে যেতে পারে। সব মিলিয়ে সপ্তাহভর রাজ্যবাসীকে প্রস্তুত থাকতে হবে রেকর্ড শীতের দাপটে কাঁপতে থাকা বাংলার জন্য।




















