রাজ্য – রাজ্যে শীতের আমেজ জারি রয়েছে পুরো দমে। সকাল থেকেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ঠান্ডার অনুভূতি স্পষ্ট। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন একই আবহাওয়া বজায় থাকবে। নতুন করে পারদ পতনের সম্ভাবনা না থাকলেও শীতের স্পেল অব্যাহত থাকবে বঙ্গে। উত্তুরে হাওয়া অবাধে ঢুকতে পারায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই বিরাজ করছে।
কলকাতায় আগামী ৭ দিন সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। সকালে কুয়াশার দাপট থাকবে, তবে আকাশ পরিষ্কারই থাকবে দিনের বেলায়। দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ১১–১৩ ডিগ্রি সেলসিয়াস এবং উপকূলবর্তী জেলাগুলিতে ১৪–১৬ ডিগ্রি থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গেও কুয়াশা ঘন হয়ে দেখা দেবে বিশেষত পার্বত্য জেলাগুলোতে।
শীতকালে পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় থাকলে হিমালয় অঞ্চলে তুষারপাতের সঙ্গে সঙ্গে উত্তুরে হাওয়া বাধা পায়—ফলে তাপমাত্রা সামান্য বাড়ে। তবে বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব নেই বলেই উত্তুরে হাওয়া অবাধে প্রবেশ করছে এবং শীতল পরিবেশ বজায় রয়েছে। ফলে আগামী এক সপ্তাহ শীতের দাপট একইভাবে চলবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস।
দার্জিলিঙে তাপমাত্রা নেমেছে ৫.২ ডিগ্রি সেলসিয়াসে, মালদায় ১৬.১ ডিগ্রি। এদিকে কলকাতার বুধবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি। আগামী কয়েকদিনে পারদ ১৪–১৬ ডিগ্রি সেলসিয়াসে স্থির থাকতে পারে। পার্বত্য অঞ্চলে কুয়াশার ঘনত্ব বেশি থাকবে, যদিও দক্ষিণবঙ্গের আকাশ থাকবে পুরোপুরি পরিষ্কার। বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপের সম্ভাবনা নেই, ফলে বৃষ্টির পূর্বাভাসও নেই। বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া এবং পূর্ব–পশ্চিম বর্ধমানেও শীতের প্রভাব আরও বাড়বে।




















