রাজ্য – শহর জুড়ে এখন প্রকট শীতের আমেজ। বৃহস্পতিবার মরশুমের শীতলতম দিন দেখেছে কলকাতা। গত তিন দিনে এক ধাক্কায় শহরের তাপমাত্রা নেমে গিয়েছে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার তাপমাত্রা আরও কমে যেতে পারে। সকালবেলা কুয়াশার দাপট বজায় থাকবে এবং দৃশ্যমানতার সমস্যাও তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ইতিমধ্যেই ১২ ডিগ্রির কাছাকাছি নেমে এসেছে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃহস্পতিবার ছিল মরশুমের শীতলতম দিন। শুক্রবারও তাপমাত্রার নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ আরও ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে পারদ। উত্তরবঙ্গেও একই পরিস্থিতি—সেখানেও শীতের দাপট ক্রমশ বাড়ছে। বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ছিল প্রায় ১৫ ডিগ্রি, শুক্রবার তা নেমে ১৪ ডিগ্রির আশপাশে থাকার সম্ভাবনা। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের মতে, ঝাড়খণ্ডে কিরে হাওয়ার দাপটে শনিবার পর্যন্ত শৈত্যপ্রবাহ চলবে। একইভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ—উভয় অঞ্চলের তাপমাত্রাই নিম্নমুখী। যদিও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আপাতত বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে। সপ্তাহের শেষে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ঘন কুয়াশা থাকায় দৃশ্যমানতার সমস্যা আরও বাড়বে। সপ্তাহের শুরুতে যেখানে তাপমাত্রা ছিল ২০ ডিগ্রির ঘরে, সপ্তাহের শেষে তা নেমে দাঁড়িয়েছে ১৫ ডিগ্রির ঘরে। শুক্রবার সকালেও তাপমাত্রা ছিল প্রায় ১৬ ডিগ্রি।




















