নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ২৫ ডিসেম্বর, যখন রাজ্যের মানুষ শীতের রাত্রে ঘুমিয়ে পড়েছে। তখন যুবা বসিহাট শহর দাপিয়ে বেড়ালো একদল ছাত্র।বড়দিনের উপহার দিতে টাকিরোড ইটিন্ডা নৈহাটি এলাকায় রাত বারোটার সময় সান্তাক্লজের টুপি ও বড়দিনের কেক সঙ্গে শীতবস্ত্র উপহার দিলেন ভবঘুরে ও পথশিশুদের।
ঘড়িতে তখন ঠিক বারোটা, শহর জুড়ে ভবঘুরে ও পথশিশু গভীর নিদ্রায়।ঠিক তখন এই উপহার দিলেন একদল ছাত্র। ছাত্র নেতা অভিষেক মজুমদার-এর নেতৃত্বেই এই উদ্যোগ। বিশেষ করে যারা শীতের রাতে খোলা আকাশের নিচে শুয়ে, কোনো বাড়ির উঠোনে শুয়ে বা বাস স্টপেজে শুয়ে তাদেরকে বড়দিনের এই উপহার দিলেন তাঁরা।সারা বছর যাদেরকে রাস্তায় দেখা যায় অনাথ ভবঘুরে পথশিশু, তাদেরকে এই উপহার দিতে পেরে রীতিমতো খুশি ছাত্ররা।