শীতের শুরুতেই পর্যটকদের ক্যামেরাবন্দি সুন্দরবনের দক্ষিণ রায়

শীতের শুরুতেই পর্যটকদের ক্যামেরাবন্দি সুন্দরবনের দক্ষিণ রায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দক্ষিন ২৪ পরগণা – শীতের শুরু মানেই সুন্দরবনে পর্যটকদের ঢল। প্রতিবছর এই সময়েই ম্যানগ্রোভ অরণ্যের অপার সৌন্দর্য উপভোগ করতে রাজ্য-দেশ-বিদেশ থেকে হাজার হাজার পর্যটক ভিড় জমান দক্ষিণবঙ্গে। কারও মূল আকর্ষণ নদী, খাল আর বনভূমির মেলবন্ধন, আবার কারও স্বপ্ন রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া। কিন্তু দক্ষিণ রায়ের দর্শন সবার ভাগ্যে জোটে না। তাই যখনই বাঘের দেখা মেলে, সেটি পর্যটকদের কাছে এক জীবনের অভিজ্ঞতা হয়ে ওঠে।

রবিবার সেই রোমাঞ্চকর মুহূর্তের সাক্ষী থাকলেন একদল পর্যটক। কৈখালী ঘাটের কাছে বিশালক্ষী খালের ধারে চোখ রেখেছিলেন তাঁরা। হঠাৎ এক পর্যটক বিস্ময়ে চুপ করে যান, তারপরই চাপা স্বরে বলেন — “বাঘ, বাঘ…!” প্রথমে সবাই ভেবেছিলেন মজা করছেন, কিন্তু মুহূর্তের মধ্যেই দেখা যায় — সত্যিই রয়্যাল বেঙ্গল টাইগার নদী পার হচ্ছে! লঞ্চে উপস্থিত প্রায় ২০ জন পর্যটক তখন আনন্দে উল্লাসে ফেটে পড়েন। অনেকে দ্রুত সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন।

স্থানীয় বনদফতর সূত্রে জানা গেছে, বাঘটি কিছুক্ষণের মধ্যেই খাল পার হয়ে জঙ্গলের দিকেই চলে যায়। পর্যটকদের এই বিরল অভিজ্ঞতা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। লঞ্চ মালিক ও পর্যটন ব্যবসায়ীদের মতে, এই ঘটনায় আসন্ন মরসুমে আরও বেশি পর্যটক সুন্দরবনে আসবেন বলে আশা করা হচ্ছে।

প্রতিবছর শীতকালীন মরসুমে যেমন বাড়ে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যের টান, তেমনই এই রয়্যাল বেঙ্গল টাইগারের আকস্মিক দর্শন যেন বাড়তি উপহার পর্যটকদের জন্য। দক্ষিণ রায়ের এই উপস্থিতি আবারও প্রমাণ করল — সুন্দরবন এখনও বন্যতার রাজ্য, যেখানে প্রকৃতির প্রতিটি নিঃশ্বাসেই রহস্য আর রোমাঞ্চ মিশে আছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top