কলকাতা — শীতের সকালে ফের অ্যাকশন মুডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বৃহস্পতিবার সকালে কলকাতার সল্টলেক এলাকায় আইপ্যাক (I-PAC)-এর অফিসে হানা দিল ইডি আধিকারিকরা। সূত্রের খবর, একসঙ্গে মোট তিনটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
ইডি সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট একটি আর্থিক লেনদেন সংক্রান্ত তদন্তের সূত্র ধরেই এই অভিযান। সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ইডির আধিকারিকরা অফিস চত্বরে ঢুকে নথিপত্র খতিয়ে দেখছেন। অফিসের ভিতরে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ডিজিটাল ডেটা যাচাই করা হচ্ছে বলে খবর।
এই তল্লাশি অভিযান ঘিরে সল্টলেক এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অফিসে কর্মরতদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বলে জানা যাচ্ছে। যদিও ঠিক কোন মামলার প্রেক্ষিতে এই অভিযান, সে বিষয়ে এখনও পর্যন্ত ইডির তরফে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন রাজনৈতিক ও কর্পোরেট সংস্থার অফিসে ইডির অভিযান ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সল্টলেকের আইপ্যাক অফিসে এই হানার পিছনে কী তথ্য উঠে আসে, সেদিকেই এখন নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।



















