২০ ডিসেম্বর, ইতিমধ্যে শীতের আমেজ বেশ কাঁপাচ্ছে ভারতবাসীকে।কিন্তু সোশ্যাল মিডিয়াকেও একই প্রকার কাঁপাচ্ছে বলিউড নায়িকা নেহা শর্মা।এই ঠান্ডাতেও গায়ে ছোট পোশাক সমুদ্রতীরে হাওয়াইতে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী নেহা শর্মা।শীতে তার এই উষ্ণ ছবি কাঁপিয়ে তুলছে সোশ্যাল মিডিয়াকে।
কিছুদিন আগেই তিনি গিয়েছিলেন হাওয়াই দ্বীপে৷সেখানে বেশ আমেজে নিজের মতো করে সময় কাটালেন নায়িকা।সমুদ্রতীরে মাথায় ফুল গুঁজে ফটোশ্যুট করলেন নেহা।আর সেই ফটো তিনি নিজে তাঁর ইনস্ট্রা তে পোস্ট করেন।ফিল্ম দুনিয়ার থেকে সোশ্যাল মিডিয়ায় তিনি বেশি জনপ্রিয়।
তাঁর প্রথম ছবি ‘চিরুথ’ যা ২০০৭ সালে রিলিস হয়।২০১০ সালে ইমরান হাসমি অভিনীত ‘ক্রুক’ ছবিতে অভিনয় করার আগে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচিত হয়ে উঠেছিলেন নেহা।তারপর ২০১২ সালে ‘তেরি মেরি কাহানি’ রোম্যান্টিক ফিল্ম-এ দারুন অভিনয় করে নেহা বেশ জনপ্রিয় হন।
শীতে আপনি ঘরে বসে কাঁপছেন আর এদিকে সমুদ্র বিচে উন্মুক্ত পোশাকে রোদ গায়ে মাখছেন নেহা। যা খুব দ্রুত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।



















