শীতে বেআইনি রেভ পার্টি ও মাদক পাচার রুখল রাজ্য পুলিশ, বাজেয়াপ্ত ২.৮ কেজি হেরোইন

শীতে বেআইনি রেভ পার্টি ও মাদক পাচার রুখল রাজ্য পুলিশ, বাজেয়াপ্ত ২.৮ কেজি হেরোইন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – শীতকাল মানেই দেশের বড় শহরগুলিতে গোপনে রেভ পার্টির সংখ্যা বেড়ে যায়। বেআইনি পার্টিতে শুধুমাত্র বিদেশি মাদক নয়, চাহিদা বাড়ে হেরোইন ও ব্রাউন সুগারের ক্ষেত্রেও। কলকাতা হয়ে এই মাদক দেশের অন্যান্য শহর ও এমনকি বাংলাদেশেও পাচারের চেষ্টা করে মাদক চক্র। তবে সেই আগে রাজ্যের পুলিশ এই ধন্দ রুখে দেয়।

সম্প্রতি রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) মাদক চক্রের সন্ধানে বিভিন্ন জেলার সড়ক ও স্টেশনে জাল পাতা অভিযান চালায়। পৃথক দুটি স্থানে হানা দিয়ে তারা ২.৮ কিলোগ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা। প্রথম দফায় নদিয়ার পলাশি এবং পরের দফায় ডানকুনি স্টেশন থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। অভিযোগ, মাদকটি গাড়ি ও ট্রেনে করে পাচার করা হচ্ছিল।

এই ঘটনায় চার মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে গোয়েন্দারা তদন্ত চালাচ্ছেন, এই হেরোইন কলকাতায় পৌঁছানোর জন্য পাচারের ছক করা হয়েছে কি না। প্রাথমিক তথ্য অনুযায়ী, নাগাল্যান্ডের ডিমাপুর থেকে মাদক রাজ্যে প্রবেশ করছে। এছাড়া নেপাল বা মায়ানমারের পথে উত্তর-পূর্ব ভারতে মাদক প্রবেশ করেছে কি না, সেটিও এসটিএফ খতিয়ে দেখছে।

পুলিশ সূত্র জানিয়েছে, মঙ্গলবার একটি খবরের ভিত্তিতে নদিয়া জেলার কালীগঞ্জ থানার পলাশি এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। রাস্তায় গাড়ি পরীক্ষা করে আলাদা দুটি গাড়ি থেকে মাদক উদ্ধার করা হয়। গাড়ির ভিতরে গোপন কুঠুরিতে রাখা ব্যাগে দুইটি প্যাকেট হেরোইনের পাউডার পাওয়া যায়। গাড়ি দু’টির মধ্যে থেকে প্রায় এক কেজি হেরোইন বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় হাফিজুল শিকারি ও জিবারেল মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে, যারা দু’জনেই পলাশি এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্র জানিয়েছে, তারা আলাদা গাড়ি করে মাদক পাচারের ছক কষছিলেন, কিন্তু কলকাতার দিকে পৌঁছানোর আগে গোয়েন্দারা তাদের ধরে ফেলতে সক্ষম হয়েছেন।


RECOMMENDED FOR YOU.....

Scroll to Top