প্রাথমিক শিক্ষায় দেশের মধ্যে শীর্ষস্থান দখল করল পশ্চিমবঙ্গ। প্রধানমন্ত্রী ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলের রিপোর্টে এই স্বীকৃতি দেওয়া হল বাংলাকে। শিক্ষাক্ষেত্রে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পাঁচটি মানদণ্ডের নিরিখে এই মূল্যায়ন করা হয়েছে। অক্ষর জ্ঞান এবং সংখ্যা জ্ঞান, অর্থাৎ জাতীয় র্যাঙ্কিংয়ে ফাউন্ডেশনাল লিটারেসি ও নিউমেরেসি সূচকে এক নম্বরে বাংলা।
আর এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই টুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের জন্য দারুণ খবর। আমরা ফাউন্ডেশনাল লিটারেসি ও নিউমেরেসি সূচকে এক নম্বর স্থান দখল করেছি। সকল শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা দপ্তরের সমস্ত সদস্যদের অভিনন্দন জানাই।’ সেই টুইট রিটুইটও করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
আর ও পড়ুন গাড়িতে ফেলে যাওয়া সোনার গহনা, অর্থ ফিরিয়ে দিল টোটো চালক
গত বুধবারই রাজ্যের মুকুটে জুড়েছে এক পালক। ইউনেস্কোর তরফে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে কলকাতার দুর্গাপুজোকে। শিক্ষাক্ষেত্রেও এর আগে ‘স্কচ পুরস্কার’ পেয়েছে বাংলা। রাজ্য স্কুল শিক্ষা এবং উচ্চশিক্ষা বিভাগের সাফল্যের জন্য জাতীয় স্তরের এই পুরস্কার পেয়েছিল এই রাজ্য। এবার আরও এক স্বীকৃতি। এদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বারংবার রাজ্যের বেহাল শিক্ষাব্যবস্থা নিয়ে সরব হয়েছিল। আর এবার প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলের রিপোর্টই রাজ্যের শিক্ষাব্যবস্থাকে স্বীকৃতি দিল।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষায় দেশের মধ্যে শীর্ষস্থান দখল করল পশ্চিমবঙ্গ। প্রধানমন্ত্রী ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলের রিপোর্টে এই স্বীকৃতি দেওয়া হল রাজ্যকে। পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পাঁচটি মানদণ্ডের নিরিখে এই মূল্যায়ন করা হয়েছে। অক্ষর জ্ঞান এবং সংখ্যা জ্ঞান, অর্থাৎ জাতীয় র্যাঙ্কিংয়ে ফাউন্ডেশনাল লিটারেসি ও নিউমেরেসি সূচকে এক নম্বরে বাংলা।
আর এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই টুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের জন্য দারুণ খবর। আমরা ফাউন্ডেশনাল লিটারেসি ও নিউমেরেসি সূচকে এক নম্বর স্থান দখল করেছি। সকল শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা দপ্তরের সমস্ত সদস্যদের অভিনন্দন জানাই।’ সেই টুইট রিটুইটও করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।