ফের খুশির হাওয়া শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে।আবার মা হল শীলা।পাঁচ সন্তানের মা হয়েছে এই পার্কের রয়্যাল বেঙ্গল টাইগার শীলা।গত ১০ তারিখ রাত ৯টা থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত একে একে পাঁচ সন্তানের জন্ম দিয়েছে সে।সাফারি পার্ক সূত্রের খবর,বিভানের সঙ্গে সখ্যতা হওয়ার পরই শীলা গর্ভবতী হয়েছিল।
শাবকরা এখনও মায়ের সঙ্গে থাকায় তাদের লিঙ্গ জানা সম্ভব হয়নি।তবে মা ও তার ৫ শাবক সুস্থ রয়েছে বলে সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে।বিষয়টি নিয়ে ওয়েস্ট বেঙ্গল জু অথরিটির মেম্বার সেক্রেটারি সৌরভ চৌধুরি জানিয়েছেন শীলা ফের মা হয়েছে।মা ও পাঁচ সন্তান সুস্থ রয়েছে।
সমস্ত কৃতিত্ব সাফারি পার্কের মহিলা ব্রিগেডের।সাফারি পার্কের ডিরেক্টর ডাওয়া সাংমু শেরপা বলেন,গরম বাড়ছিল বলে আমরা চিন্তায় ছিলাম।কিন্তু সুস্থভাবেই বাচ্চা প্রসব করেছে শীলা।
আর ও পড়ুন ফের সাইক্লোন আছড়ে পড়তে চলেছে বাংলায়
উল্লেখ্য,ফের খুশির হাওয়া শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে।আবার মা হল শীলা।পাঁচ সন্তানের মা হয়েছে এই পার্কের রয়্যাল বেঙ্গল টাইগার শীলা।গত ১০ তারিখ রাত ৯টা থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত একে একে পাঁচ সন্তানের জন্ম দিয়েছে সে।সাফারি পার্ক সূত্রের খবর,বিভানের সঙ্গে সখ্যতা হওয়ার পরই শীলা গর্ভবতী হয়েছিল।
শাবকরা এখনও মায়ের সঙ্গে থাকায় তাদের লিঙ্গ জানা সম্ভব হয়নি।তবে মা ও তার ৫ শাবক সুস্থ রয়েছে বলে সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে।বিষয়টি নিয়ে ওয়েস্ট বেঙ্গল জু অথরিটির মেম্বার সেক্রেটারি সৌরভ চৌধুরি জানিয়েছেন শীলা ফের মা হয়েছে।মা ও পাঁচ সন্তান সুস্থ রয়েছে।
সমস্ত কৃতিত্ব সাফারি পার্কের মহিলা ব্রিগেডের।সাফারি পার্কের ডিরেক্টর ডাওয়া সাংমু শেরপা বলেন,গরম বাড়ছিল বলে আমরা চিন্তায় ছিলাম।কিন্তু সুস্থভাবেই বাচ্চা প্রসব করেছে শীলা।
ফের খুশির হাওয়া শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে।আবার মা হল শীলা।পাঁচ সন্তানের মা হয়েছে এই পার্কের রয়্যাল বেঙ্গল টাইগার শীলা।গত ১০ তারিখ রাত ৯টা থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত একে একে পাঁচ সন্তানের জন্ম দিয়েছে সে।সাফারি পার্ক সূত্রের খবর,বিভানের সঙ্গে সখ্যতা হওয়ার পরই শীলা গর্ভবতী হয়েছিল।
শাবকরা এখনও মায়ের সঙ্গে থাকায় তাদের লিঙ্গ জানা সম্ভব হয়নি।তবে মা ও তার ৫ শাবক সুস্থ রয়েছে বলে সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে।বিষয়টি নিয়ে ওয়েস্ট বেঙ্গল জু অথরিটির মেম্বার সেক্রেটারি সৌরভ চৌধুরি জানিয়েছেন শীলা ফের মা হয়েছে।মা ও পাঁচ সন্তান সুস্থ রয়েছে।সমস্ত কৃতিত্ব সাফারি পার্কের মহিলা ব্রিগেডের।সাফারি পার্কের ডিরেক্টর ডাওয়া সাংমু শেরপা বলেন,গরম বাড়ছিল বলে আমরা চিন্তায় ছিলাম।কিন্তু সুস্থভাবেই বাচ্চা প্রসব করেছে শীলা।