শাকিরার উপর আক্রমণ করলো বন্য শুকর, তারপর কি ঘটলো? ওয়াকা ওয়াকা গান গেয়ে খ্যাত কলম্বিয়ান গায়িকা শাকিরা সম্প্রতি এক জোড়া বন্য শূকরের আক্রমণের শিকার হয়েছেন! অবিশ্বাস্য শোনালেও ঘটনা সত্যি। জানা গিয়েছে, বিশ্বখ্যাত এই গায়িকার ওপর হামলার পর শূকর দুটি তার ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগের মধ্যে মোবাইলসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিলো শাকিরার।
গত বুধবার ইন্সটাগ্রাম স্টোরিতে তার ওপর হওয়া আক্রমণের কথা জানান শাকিরা। শাকিরার স্টোরি সূত্রে জানা যায়, ছেলে মিলানসহ বার্সেলোনার একটি পার্কে বেড়াতে গিয়েছিলেন শাকিরা। এ সময় বন্য শূকর দুটি শাকিরা ও তার ছেলের ওপর আচমকাই আক্রমণ করে বসে। সেখান থেকে তার হাত ব্যাগটি মুখে করে নিয়ে যায় শূকরগুলো।
আর ও পড়ুন চুমু খেলে উঠে যাচ্ছে লিপিষ্টিক? কি করবেন ?
উল্লেখ্য, স্পেনে গত কয়েক বছর ধরে বন্য শূকরের হামলার ঘটনা অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কাতালোনিয়ায় শূকরের আক্রমণ বেড়েই চলেছে।
২০১৬ সালে স্প্যানিশ পুলিশ শূকরের আক্রমণের প্রায় ১২০০ অভিযোগ পেয়েছে। শহর এলাকায় বন্য প্রাণীর বিচরণ রুখতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে দেশটি। তারমধ্যেই বিশ্বখ্যাত এই গায়িকার উপর বন্য শূকরের আক্রমণ রীতিমতো খবরের শিরোনামে উঠে এসেছে।
উল্লেখ্য, ওয়াকা ওয়াকা গান গেয়ে খ্যাত কলম্বিয়ান গায়িকা শাকিরা সম্প্রতি এক জোড়া বন্য শূকরের আক্রমণের শিকার হয়েছেন! অবিশ্বাস্য শোনালেও ঘটনা সত্যি। জানা গিয়েছে, বিশ্বখ্যাত এই গায়িকার ওপর হামলার পর শূকর দুটি তার ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগের মধ্যে মোবাইলসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিলো শাকিরার। গত বুধবার ইন্সটাগ্রাম স্টোরিতে তার ওপর হওয়া আক্রমণের কথা জানান শাকিরা।
শাকিরার স্টোরি সূত্রে জানা যায়, ছেলে মিলানসহ বার্সেলোনার একটি পার্কে বেড়াতে গিয়েছিলেন শাকিরা। এ সময় বন্য শূকর দুটি শাকিরা ও তার ছেলের ওপর আচমকাই আক্রমণ করে বসে। সেখান থেকে তার হাত ব্যাগটি মুখে করে নিয়ে যায় শূকরগুলো।