মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
মধুর কথাবার্তা বলবার জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। শত্রুর ব্যাপারে চাপ থাকবে। পড়াশোনার জন্য ভাল সুযোগ আসবে। কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন। ভাইয়ের সঙ্গে বিবাদ বাড়তে পারে।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
আজ সারা দিন কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। অযথা কোনও অশান্তি হতে পারে। প্রিয় জনের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বাড়তে পারে। অতিরিক্ত কথা বলবার জন্য কর্মস্থানে বিবাদ।
মিথুন (২২ মে – ২১ জুন)
মহিলাদের নিয়ে বিবাদ। বাজে খরচ হতে পারে। সংসারে কোনও অতিথি আসতে পারে। নতুন কোনও প্রস্তাব আসার সম্ভাবনা। প্রেমের ব্যাপারে ভাল সুযোগ পাবেন। চোখের কোনও সমস্যা বাড়তে পারে।
কর্কট (২২ জুন – ২২ জুলাই)
বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি। বাড়তি কোনও ব্যবসা থেকে অর্থ আসতে পারে। স্ত্রীর ব্যাপারে চাপ আসার আশঙ্কা। বাবার সঙ্গে তর্ক হতে পারে।পড়াশোনায় সাফল্য আসতে পারে। অসৎ লোক থেকে সাবধান থাকুন। অর্থের ব্যাপারে চাপ বৃদ্ধি।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
সংসারে কোনও বিবাদ কাজের প্রতি অনীহা আসতে পারে। বাবার সঙ্গে কোনও বিশেষ আলোচনা। শত্রুর ব্যাপারে সাবধানে থাকুন। প্রেমের জন্য বড়দের সঙ্গে বিবাদ বাধতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
আজ একটু একা থাকতে ভাল লাগবে। জমি, বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে। কর্মস্থানে কোনও বিবাদ আনেক দূর যাবে, একটু সাবধান থাকুন।অতিরিক্ত কথা বলার জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা।
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
সারা দিন মেজাজ গরম থাকবে। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। বাড়িতে কোনও বিবাদের শান্তিতে ব্যাঘাত। ব্যবসায় স্বস্তী পেতে পারেন। বিবাহের ব্যাপারে কোনও যোগাযোগ আসতে পারে।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
সংসারের জন্য শান্তির কামনা। পাওনা আদায় নিয়ে বিবাদের আশঙ্কা। শত্রু থেকে মুক্তি লাভ। ধর্ম সংক্রান্ত ব্যাপারে কোনও দান করতে হতে পারে। আজ পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
গান বাজনা নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের জন্য কোনও সুযোগ আসতে পারে। নতুন কোনও বন্ধুর জন্য আনন্দে থাকবেন। স্ত্রীর কোনও কাজের জন্য শান্তি মিলতে পারে।সংসারে ব্যয় সঙ্কোচন করবার আলোচনা।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কোনও আত্মীয়ের খারাপখবর আসতে পারে। কর্মস্থানে অশান্তি বৃদ্ধি। আজ সকাল থেকেই দিনটি ভাল যাবে না। আজ সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা প্রবল। সারা দিন কোনও কাজ নিয়ে চিন্তা থাকবে। চাকরির ক্ষেত্রে শুভ যোগাযোগ আসতে পারে।