শুক্রবার সকাল থেকে শুরু হল ফারাক্কা ব্যারেজ সংস্কারের কাজ

শুক্রবার সকাল থেকে শুরু হল ফারাক্কা ব্যারেজ সংস্কারের কাজ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শুক্রবার সকাল থেকে শুরু হল ফারাক্কা ব্যারেজ সংস্কারের কাজ, প্রথম ধাপে প্রায় ৩৫ দিন ধরে চলবে কাজ, কাজ শুরু হওয়ায় দিনের বেলায় বন্ধ থাকবে ভাড়ি গাড়ি চলাচল।

১৯৭৫ সালে তৈরি হয় গঙ্গাবক্ষে ফারাক্কা ব্যারেজের উপর ৩৪ নম্বর জাতীয় সড়ক, কিন্তু এতদিন পর এই প্রথম শুরু হল ফারাক্কা ব্রীজ সংস্কারের কাজ । তিন ধাপে হতে চলেছে এই রাস্তার কাজ, প্রথম ধাপের কাজ শুরু হল শুক্রবার সকাল থেকে। সকাল থেকে মুর্শিদাবাদ জেলার ৫টি থানায় ভাড়ি ট্রাক ও লরিগুলি আটকে রাখা হয়েছে, বাকি জাত্রী বোঝাই গাড়ি, প্রাইভেট কার, দুচাকা গাড়ি গুলি ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে জথারীতি চলাচল করছে। জেলার সাগরদীঘি, সামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ, সুতি ও ফারাক্কা থানায় আটকে রাখা হয়েছে ওভারলোডেড গাড়ি গুলো। ফারাক্কা ব্যারেজের উপর জাতীয় সড়ক সংস্কারের কাজ চললেও ওয়ান ওয়ে খোলা রয়েছে জান চলাচলের জন্য, প্রথম দিন চলছে রাস্তা চটানোর কাজ, যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও ট্রাফিক পুলিশকে। এছাড়াও সিসিটিভি মাধ্যমে থাকছে বিশেষ ব্যবস্থা।

RECOMMENDED FOR YOU.....