শুধু আলো, পাখা ছাড়া আর কিছুই নেই বাড়িতে l বিল এসেছে ১২৮ কোটি ৪৫ লক্ষ ৯৫ হাজার ৪৪৪ টাকা৷

শুধু আলো, পাখা ছাড়া আর কিছুই নেই বাড়িতে l বিল এসেছে ১২৮ কোটি ৪৫ লক্ষ ৯৫ হাজার ৪৪৪ টাকা৷

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

টানাটানির সংসার৷ দুবেলা দুমুঠো পেটভরা খাবার জোটাই দায়৷ প্রতি মাসে ৮০০ টাকা বিদ্যুতের বিল আসে৷ অথচ ওই পরিবারেই বিদ্যুতের বিল এসেছে ১২৮ কোটি ৪৫ লক্ষ ৯৫ হাজার ৪৪৪ টাকা৷ বিপুল অঙ্কের বিল মেটাতে না পারায় লাইন কেটে দেওয়া হয়েছে৷
দিল্লি থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরের উত্তরপ্রদেশের হাপুরের চামরির বাসিন্দা শামিম৷ শুধু আলো, পাখা ছাড়া আর কিছুই নেই তাঁর বাড়িতে৷ কিন্তু চলতি মাসে তাঁদের বিল এসেছে ১২৮ কোটি ৪৫ লক্ষ ৯৫ হাজার ৪৪৪ টাকা৷ শুধুমাত্র আলো এবং পাখা চালিয়ে কীভাবে এত টাকা বিল আসতে পারে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে পারছেন না শামিম এবং তাঁর স্ত্রী৷ ইঞ্জিনিয়ার রাম শরণ বলেন, ‘‘যান্ত্রিক ত্রুটির জন্যই এই বিল এসেছে। পুরনো একটি বিল নিয়ে এলে টাকার অঙ্ক ঠিক করে দেওয়া হবে৷’’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top